TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দানবীয় ঝড় ধেয়ে আসছে যুক্তরাজ্যেঃ মেট অফিসের লাল সতর্কতা

যুক্তরাজ্যে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে মেট অফিস। উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ডের দক্ষিণ ও পূর্ব অংশ, এবং পূর্ব উত্তর আয়ারল্যান্ডে আজ হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছিল, যা আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

বিশেষ করে নিউক্যাসল, গ্লাসগো, এডিনবরাহ ও বেলফাস্ট শহর ঝড়ের প্রধান লক্ষ্যবস্তু বলে জানায় মেট অফিস।

তথ্যমতে জানা যায়, ৩০-৫০ মিমি বৃষ্টি কয়েক ঘণ্টার মধ্যেই নামতে পারে, কোথাও কোথাও ৮০ মিমি পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

তাছাড়া আকস্মিক বন্যা, রাস্তা বন্ধ হয়ে যাওয়া ও গ্রাম বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হয়েছে। দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে ট্রেন ও বাস সেবা বাতিল, ও ভ্রমণ দুঃস্বপ্নে পরিণত হতে পারে। বজ্রপাত ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি-ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করা হয়েছে।

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে মেট অফিস।

মেট অফিসের হুঁশিয়ারি দিয়ে জানায়, “ দ্রুত প্রবাহিত বা গভীর বন্যার পানি জীবনের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।”

সতর্ক থাকার পরামর্শঃ

*অপ্রয়োজনে ঘরের বাইরে না যেতে বলা হয়েছে।

*গাড়ি চালনার সময় রাস্তার অবস্থা দেখে নিতে হবে।

*ঝড়ের সময় বিদ্যুৎচালিত যন্ত্রপাতি থেকে দূরে থাকা উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, নিম্নচাপের কারণে এই মৌসুমি সাইক্লোন গোটা যুক্তরাজ্যে ভয়াল চেহারা নিতে পারে। আজকের দিনটি হতে পারে বছরের অন্যতম বিপজ্জনক দিন।

সূত্রঃ মেট্রো

এম.কে
১৫ জুন ২০২৫

আরো পড়ুন

রাশিয়ার বিরুদ্ধে বিধিনিষেধ যুক্তরাজ্যের

বেলজিয়ামের ব্রাসেলসে বিশৃঙ্খলা, চটেছেন ঋষি সুনাক

ওমিক্রনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ১ বিলিয়ন পাউন্ড গ্রান্ট

অনলাইন ডেস্ক