1.9 C
London
January 21, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

দাবার বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছর বয়সী মুগ্ধ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং দাবায় বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে বুলেট গেমে হারিয়েছেন বাংলাদেশের ৯ বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধ।

অনলাইন দাবার প্ল্যাটফর্ম চেস ডট কমে অনুষ্ঠিত হয়েছে মুগ্ধ-কার্লসেনের ম্যাচ। তাদের খেলা বুলেট গেমটি মূলত এক মিনিটের ম্যাচ। এই অনলাইন গেমে কার সঙ্গে কার খেলা পড়বে, তা আগে থেকে জানার উপায় থাকে না। সফটওয়ারের মাধ্যমে নির্ধারিত হয় কে কার সঙ্গে খেলবে। সেভাবেই সৌভাগ্যক্রমে ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। আর সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি।

৯ বছর বয়সী মুগ্ধ রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী। মাত্র ৯ বছর বয়সী হলেও বয়সভিত্তিক দাবায় নিজেকে ইতোমধ্যে প্রমাণ করেছেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে নজর কেড়েছেন তিনি। এছাড়াও গত ডিসেম্বরে খেলেছেন ব্যাংককে এশিয়ান স্কুল দাবায়।

চেস ডটকম দাবার একটি অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে সাধারণত নিজের প্রোফাইল থেকে খেলতে হয়। ৯ বছরের মুগ্ধর প্রোফাইল না থাকায় কোচ নাঈম হকের প্রোফাইল দিয়ে কার্লসেনের বিপক্ষে খেলেছেন তিনি। শিষ্যের অনবদ্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ নাঈম।

দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি মুগ্ধকে খেলা শেখাই। ও সব সময় অনলাইনে খেলতে চায়। আমি বললাম, তাহলে আমার আইডি দিয়ে খেলো। এরপর ও হঠাৎ ফোন করে বলে কার্লসেনকে হারিয়ে দিয়েছে। শুনে তো আমি বিশ্বাস করিনি। ও এরপর খেলার স্ক্রিনশটসহ সব তথ্য পাঠিয়ে দেয় আমাকে।’

মুগ্ধর মধ্যে ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার হওয়ার উপকরণ আছে বলেও মনে করেন নাঈম, ‘ওর মধ্যে আমি অনেক সম্ভাবনা দেখেছি। এখনকার সময়ের অনেক দাবাড়ুর চেয়ে সে এগিয়ে।’

এম.কে
২১ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

বিদ্যুতের লোড বরাদ্দে এনএলডিসির বৈষম্যের শিকার সিলেট

সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার ভূমিকম্পের অনুভূত

হিরো আলমের ভিডিওবার্তা, ‘আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছে আরাফাত, পেলেই গণধোলাই’