20.7 C
London
July 14, 2025
TV3 BANGLA
Uncategorizedঅফবিটদক্ষিণ এশিয়াশীর্ষ খবর

দুইতলা বাড়িকে স্থানান্তর করছেন এক কৃষক!

উত্তর পাঞ্জাবের এক কৃষক তার দুইতলা বাড়িটি যেখানে নির্মাণ করা হয়েছিল সেখান থেকে ৫০০ ফুট দূরে স্থানান্তর করছেন। জানা যায়, আগের জায়গাটি একটি এক্সপ্রেসওয়ের মধ্যে পড়ে যাওয়ায় ওই কৃষকের এই অভিনব উদ্যোগ।

 

বাড়িটি নির্মাণে ২০১৯ সালে সুখবিন্দর সিং নামে ওই ব্যক্তি প্রায় ১৫ মিলিয়ন রুপি খরচ করেছিলেন। কিন্তু রাজধানী দিল্লিকে জম্মু ও কাশ্মীর অঞ্চলের সাথে ৬৭০ কিলোমিটার পথ সংযুক্তকারী এক্সপ্রেসওয়েটির নকশা ওই বাড়ির উপর দিয়ে যায়। এমন অবস্থায় বাড়িটি ভেঙে আবার নির্মাণ করা ছাড়া উপায় ছিল না। সুখবিন্দর সিংকে এই কারণে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আরেকটি বাড়ি নির্মাণে রাজি ছিলেন না তিনি।

 

এখন বাড়িটি স্থানান্তরের জন্য ২০ জনের একটি দল নিয়োগ করা হয়েছে। প্রতিবারে অল্প অল্প করে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়িটি।

 

ভারতে একটি সম্পূর্ণ বাড়ি অক্ষত অবস্থায় স্থানান্তর করা অস্বাভাবিক। ২০১৭ সালে, দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটি বাড়িকে টুকরো টুকরো করে রাজধানী দিল্লি থেকে ১৫০০ মাইল দূরে সরানো হয়েছিল কাঠামোটি সংরক্ষণের জন্য।

 

২২ আগস্ট ২০২২
এনএইচ

আরো পড়ুন

শাহ আবদুল করিম স্মরণ উৎসব লন্ডন থেকে সরাসরি দেখুন টিভিথ্রি বাংলায়

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের আবহাওয়া: ক্রিসমাসে কনকনে ঠাণ্ডা ও তুষারপাতের পূর্বাভাস

ব্রিটেনে ‘টিকা সংকট’ সমাধানে দ্রুত অনুমোদন পেতে পারে অক্সফোর্ড

অনলাইন ডেস্ক