দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিটকয়েনের দাম। বিটকয়েন বিশ্বের সব থেকে মূল্যবান ক্রিপ্টোকারেন্সি। বর্তমানে এক বিটকয়েনের দাম ৫৭ হাজার ডলার ছাড়িয়ে গেছে। ২০২১ সালের নভেম্বর মাসে সর্বশেষ এত দাম ছিল বিটকয়েনের। এই বছর বিটকয়েনের দাম বেড়েছে ৩৩.২৮ শতাংশের বেশি। বর্তমানে বিশ্বের মোট বিটকয়েনের মূল্য ১.১১ ট্রিলিয়ন ডলার। এ বছর জুড়ে বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এমনকি সর্বকালের সব রেকর্ড ভেঙে এই ক্রিপ্টোকারেন্সির দাম এক লাখ ডলারেও পৌঁছে যেতে পারে।
২০২৩ সালে এই ডিজিটাল মুদ্রার মূল্য ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের শুরুতে বিটকয়েনের দাম ছিল মাত্র ১৬ হাজার ৫০০ ডলার। যদিও এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে বিটকয়েনের দাম ৬৯ হাজার মার্কিন ডলারে উঠেছিল।
এটিই মুদ্রাটির ইতিহাসের সর্বোচ্চ মূল্য। এরপরই দ্রুত পড়তে থাকে এর দাম। তবে এখন আবার আশার আলো দেখছেন বিটকয়েনে বিনিয়োগকারীরা।
এম.কে
২৮ ফেব্রুয়ারি ২০২৪