17.2 C
London
August 7, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

দুবাইয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতির রেল বাস চালু

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে রেল বাস চালু করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ)। আধুনিক বাসটির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এরাবিয়ান বিজনেস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বাসটির যাত্রী ধারণক্ষমতা মোট ৪০ জন। মূলত, রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর এবং কম খরচে পরিচালিত হবে।

২০২৪ সালের জানুয়ারিতে আরটিএ আমেরিকান কোম্পানি রেল বাস ইনকর্পোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকে বলা হয়, রেল বাসটি এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহন ব্যবস্থাকে সচল রাখবে।

সূত্রঃ এরাবিয়ান বিজনেস

এম.কে
১১ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

মালয়েশিয়ায় কেএফসির সব আউটলেট বন্ধ

যুদ্ধের মাঠে কতটা ভয়ংকর হবে চীনের ষষ্ঠ প্রজন্মের ‘রহস্যময়’ যুদ্ধবিমান

সৌদিতে কাবা সদৃশ্য ভবন নির্মাণ নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক