20.3 C
London
July 17, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

দুবাই ভ্রমণ বিধিনিষেধ কঠোর করেছে: ভ্রমণের আগে যা জানা প্রয়োজন

দুবাই তাদের ভ্রমণ বিধিনিষেধ ও নির্বাসন আইন কঠোর করেছে, যাতে আইনি ফাঁকফোকরগুলোর অপব্যবহার রোধ করা যায়।
দুবাই কর্তৃপক্ষ জানায়, কিছু ব্যক্তি নির্বাসনের সম্মুখীন হলে মিথ্যা আর্থিক দায়, যেমন ভুয়া ঋণ দাবি করে এবং আইনগত শিথিলতার সুযোগ নিয়ে নির্বাসন এড়ানোর চেষ্টা করে।

এর প্রতিক্রিয়ায়, দুবাই সরকার এই ব্যতিক্রমী সুবিধা বাতিল করে নতুন আইন চালু করেছে, যা স্থায়ীভাবে এ ধরনের কৌশল প্রতিরোধ করা সম্ভব।

আইন প্রয়োগ আরও কঠোর করতে, দুবাই একটি বিচারিক কমিটি গঠন করেছে, যা নির্বাসন সংক্রান্ত মামলাগুলো পর্যবেক্ষণ করবে এবং আইনি রায় কার্যকর করতে সহায়তা করবে।

মূল বিধানগুলোর মধ্যে, অনুচ্ছেদ ১২ যে কোনো বিরোধপূর্ণ নিয়মকে অগ্রাহ্য করবে, যাতে নির্বাসন প্রক্রিয়া সহজ হয়। অন্যদিকে, অনুচ্ছেদ ৬ অনুযায়ী, কমিটির রায় চূড়ান্ত হবে এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে না, যা দ্রুত ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেবে।

এছাড়া, বিচারিক কমিটি আইনি কাঠামো আরও দৃঢ় করবে, নির্বাসন সংক্রান্ত বিধি কঠোরভাবে প্রয়োগ নিশ্চিত করবে বলে জানা যায়।

সূত্রঃ দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এম.কে
২৪ মার্চ ২০২৫

আরো পড়ুন

ফক্স নিউজের পূর্বাভাস, ট্রাম্প ২৩২ কমলা ২১৬

রুশ নাগরিকদের কানাডা ভ্রমণ না করার পরামর্শ

কাশ্মীরে হামলায় শহিদ মুসলিম সেনাকেও অপমান করছে উগ্র হিন্দুত্ববাদীরাঃ ভারতীয় সাংবাদিক