11.9 C
London
October 27, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

দুর্নীতি ও অব্যবস্থাপনায় বিপর্যস্ত বিটিভি: শিল্পীদের চেক বাউন্স, বন্ধ হচ্ছে অনুষ্ঠান

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তীব্র আর্থিক সংকটে পড়েছে। টাকার অভাবে প্রতিষ্ঠানটি গত পাঁচ মাস ধরে নিয়মিত শিল্পীদের সম্মানী পরিশোধ করতে পারছে না। সোনালী ব্যাংকের রামপুরা শাখা থেকে ইস্যু হওয়া সম্মানীর চেকগুলো ব্যাংকে জমা দিলে “অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নেই” উল্লেখ করে ফিরিয়ে দিচ্ছে ব্যাংক। মানবজমিনের হাতে আসা পাঁচটি বাউন্স চেক যাচাই করে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বিটিভিতে নিয়মিত কাজ করা কয়েকজন শিল্পী জানিয়েছেন, তারা মাসের পর মাস অনুষ্ঠান করলেও কোনো সম্মানী পাচ্ছেন না। কেউ কেউ বলেছেন, মাত্র ৫০০ থেকে ১,০০০ টাকার চেকও নগদায়ন করা যাচ্ছে না। ব্যাংক থেকে বারবার ফিরিয়ে দিচ্ছে। একজন শিল্পী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে অ্যাকাউন্টে টাকা নেই, সেই চেক কেন দেয়া হয়? এটা তো আমাদের সঙ্গে প্রহসন।”

বিটিভির মাসিক সভায় চেক বাউন্সের বিষয়টি আলোচিত হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজারকে বিষয়টি দেখার নির্দেশ দেয়া হলেও বাস্তবে কিছুই পরিবর্তন হয়নি। অনুসন্ধানে জানা গেছে, সোনালী ব্যাংকের রামপুরা শাখায় বিটিভির হিসাব নম্বর ১৬১৪০০১০০০৪৬৭ থেকে শতাধিক চেক ইস্যু করা হয়, যার অধিকাংশই বাউন্স হয়েছে।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে বিটিভি মারাত্মক অর্থ সংকটে পড়েছে। শুধু শিল্পীদের পারিশ্রমিক নয়, জ্বালানি ঘাটতির কারণে অতিথিদের যাতায়াতের গাড়িও চালানো যাচ্ছে না। অনেক গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। কর্মকর্তারা বলছেন, শিল্পীদের বরাদ্দ করা অর্থ অন্য খাতে ব্যয় করা হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন, “শিল্পীদের অর্থের বরাদ্দ নিয়মিতভাবে অন্য খাতে খরচ করা হচ্ছে। ফলে সম্মানীর টাকা দেয়ার মতো অবস্থা নেই।” দীর্ঘ ১৮ বছর পর পুনরায় শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানও টানাপোড়েনে পড়েছে।

অন্যদিকে এই অনুষ্ঠান নিয়েও উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, তালিকাভুক্ত যোগ্য বিচারকদের বাদ দিয়ে আওয়ামী ঘরানার ঘনিষ্ঠদের বিচারক করা হয়েছে। প্রোগ্রাম হেড মনিরুল হাসানের বিরুদ্ধে ঘনিষ্ঠদের সুবিধা দেয়ার অভিযোগ উঠেছে। এক প্রতিযোগী জানান, হিজাব পরে মঞ্চে গান গাওয়ায় বিচারকদের একজন প্রশ্ন তোলেন—“হামদ-নাত গাইলেই কি হিজাব পরতে হয়?”—যা অনুষ্ঠানে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।

মনিরুল হাসান আওয়ামী লীগ ঘরানার সাবেক ছাত্রনেতা ছিলেন এবং তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বিটিভির গুরুত্বপূর্ণ পদ ধরে রাখার অভিযোগ রয়েছে। শিল্পী তালিকাভুক্তির ক্ষেত্রেও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। সম্প্রতি এক ফোনালাপ ফাঁস হলে একজন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়।

শিল্পীরা অভিযোগ করেছেন, অল্প সম্মানী পেলেও তা সময়মতো পান না। এক সিনিয়র শিল্পী বলেন, “বিটিভির সম্মানী দিয়ে যাতায়াত খরচই হয় না, আর শিল্পচর্চা বা জীবিকা নির্বাহ তো দূরের কথা।”

এই বিষয়ে জানতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম গোরার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। কিন্তু মহাপরিচালকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে বার্তা পাঠানো হলেও কোনো জবাব আসেনি।

বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজমকেও ফোন করা হলে তিনি সাড়া দেননি। অর্থ বিভাগের দুই কর্মকর্তাও নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

রাষ্ট্রায়ত্ত দেশের প্রাচীনতম গণমাধ্যম হিসেবে বিটিভির এই আর্থিক ও প্রশাসনিক অচলাবস্থা এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুর্নীতি, পক্ষপাতিত্ব ও অনিয়মের দায়ে জর্জরিত এই প্রতিষ্ঠান আজ টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে—এমন মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ মানবজমিন

এম.কে

আরো পড়ুন

এবার আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আর লোডশেডিং হবে নাঃ জ্বালানি উপদেষ্টা

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ