4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

দেশের পরিস্থিতি ৩-৪ দিনের মধ্যে স্বাভাবিক হবে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের উদ্ভূত পরিস্থিতি আগামী তিন থেকে চার দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে। যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেনাবাহিনীর সদর দফতরে প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

সেনাবাহিনী প্রধান বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকায় আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। কালই শপথ গ্রহণের চেষ্টা করা হবে। ৪০০ জন অতিথি উপস্থিত থাকবেন।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, তিনি একটি গণতন্ত্রের প্রক্রিয়ায় নিয়ে যেতে সক্ষম হবে।

এ সময় গুজবে কান না দেওয়ার আহ্বান জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, পুলিশের পুনর্গঠনে কাজ চলছে। আশা করি, সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারব।

শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। চমৎকার কাজ করছে তারা।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বিএসএফের বাংলাদেশি হত্যা, দিল্লির কাছে কড়া প্রতিবাদ ঢাকার

করোনায় মারা গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর

অনলাইন ডেস্ক

নতুন বছরে কক্সবাজারে নেই আশানুরূপ পর্যটক