চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের কারাবন্দি সাবেক তিন সংসদ সদস্যের সঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ ঘিরে নানা কৌতূহল দেখা দিয়েছে।
সরকারি সফরের অংশ হিসেবে গত ১৫ জুলাই তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। এ সময় ধর্ম উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম এ লতিফ (চট্টগ্রাম-১১), আবু রেজা মো. নেজামউদ্দিন নদভী (চট্টগ্রাম-১৫) এবং রহিম উল্যাহ (ফেনী-৩)–এর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে ছিলেন হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম।
ধর্ম উপদেষ্টার সফরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (ডিআইজি) টিপু সুলতানও উপস্থিত ছিলেন।
সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে ডিআইজি টিপু সুলতান বলেন, মাননীয় ধর্ম উপদেষ্টা সরকারি সফরের অংশ হিসেবে কারাগার পরিদর্শনে যান। সেখানে অন্যান্য বন্দির সঙ্গে দেখা করার পাশাপাশি সাবেক এমপি এম এ লতিফ ও আবু রেজা মো. নেজামউদ্দিন নদভীর সঙ্গে কুশল বিনিময় করেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ধর্ম উপদেষ্টার পাশে ডিআইজি টিপু সুলতান এবং তার সামনে চট্টগ্রাম ও ফেনীর ওই তিন সাবেক সংসদ সদস্য ও সাবেক ওসি রফিকুল ইসলাম দাঁড়িয়ে আছেন। ছবিতে নদভীকে পবিত্র কোরআন শরিফ হাতে দেখা যায়, তার ডান পাশে এম এ লতিফ এবং বাম পাশে টুপি পরিহিত রহিম উল্যাহ দাঁড়িয়ে আছেন।
এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে কারা অভ্যন্তরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও কারাগার কর্তৃপক্ষ দাবি করেছে, এতে কৌতূহলের কিছু নেই। এটি ছিল সরকারি সফরের অংশমাত্র।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৪ জুলাই ২০২৫