6.2 C
London
December 27, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

ধর্ষণ থেমে নেই সিলেটে

প্রতীকী ছবি

বিশেষ প্রতিনিধি: এমসি কলেজের ঘটনার পরেও ধর্ষণের মতো অপরাধ এখনও থেমে নেই সিলেটে। সিলেটে এবার ঘরে ঢুকে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক দিলওয়ার ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট নগরীর শামীমাবাদ এলাকার ৪ নং রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শামীমাবাদ এলাকার ওই বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী।  শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

এদিকে, ধর্ষণের ঘটনার খবর পেয়ে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের লামাবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক দিলওয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদি হয়ে  সোমবার (০৫ অক্টোবর) সকালে সিলেটের কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে।

লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল জানিয়েছেন, দিলওয়ার ওই নারীকে অস্ত্রের মুখে ধর্ষণ করেছে। খবর পেয়ে পুলিশ দিলওয়ার ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে।

৫ অক্টোবর ২০২০
এমকেসি

আরো পড়ুন

কে সঠিক শেখ হাসিনা নাকি জয়

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

অবসরের পর রাজনীতি করা উচিতঃ সোহান