12.3 C
London
April 24, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চলছে আমজনতার

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করছে ছাত্র-জনতা।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে এ ভাঙচুর শুরু হয়।

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। এরপরই তার পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত ছাত্র-জনতা।

রাত ৯টায় ৩২ নম্বরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিলেন অনেকে। এরপর শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তারা। তবে রাত ৮টার দিকেই ভাঙচুর শুরু হয়।

অনেকেই শেখ মুজিবুর রহমানের বাড়ির দরজা জানালা ভেঙে ফেলছেন। পুরো বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার আনা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

এম.কে
০৫ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

ফেসবুকে কমেন্টের জেরে সিলেটে এম,সি কলেজে শিবিরের হামলা

পাঁচ বছরে পর্তুগালে নাগরিকত্ব নিয়েছে আড়াই হাজারের বেশি বাংলাদেশী

এবার সরকারি খরচে হজে না পাঠানোর সিদ্ধান্ত