TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগে পদত্যাগ করলেন প্রীতি প্যাটেল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করেছেন বরিস জনসনের মন্ত্রিসভার দুই সদস্য। এই দুইজন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক প্রীতি প্যাটেল নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায়ও না থাকার কথাও জানিয়ে দিয়েছেন।

 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

প্রীতি প্যাটেল এক টুইটার বার্তায় জানান, তিনি ব্যাকবেঞ্চে থেকে দেশ ও উইথাম নির্বাচনী এলাকায় জনসেবা চালিয়ে যাবেন।

 

প্রধানমন্ত্রী (বিদায়ী) বরিস জনসনকে লেখা চিঠিতে তিনি বলেছেন, আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্ব গ্রহণ করলে ও নতুন স্বরাষ্ট্রসচিব নিয়োগ করা হলে আমি সরে যাব।

 

প্রীতি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আমি সম্মানিত। দেশকে রক্ষা করা এবং অভিবাসনব্যবস্থার সংস্কারের কাজ করে আমি গর্বিত। লিজ ট্রাসকে পূর্ণ সমর্থন করি আমি।  লিজ ট্রাসকে আমার শুভেচ্ছা।

 

প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে লিজ ট্রাস।

 

৬ সেপ্টেম্বর ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

সেনাবাহিনীতে যোগ দিতে রাজি ব্রিটিশ জেন-জি, তবে দিতে হবে ওয়াই-ফাই, অ্যাটাচড বাথরুম

টিকা প্রত্যাখ্যানকারী ‘স্বার্থপরদের’ জনসমাগমে নিষিদ্ধ করা হবে: ব্রিটিশ মন্ত্রী

ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন মমতাজ

অনলাইন ডেস্ক