15.9 C
London
April 29, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

নতুন বছরে কক্সবাজারে নেই আশানুরূপ পর্যটক

পুরনো বছরকে বিদায়, নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবছর কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হলেও এবার নেই আশানুরূপ পর্যটক। হোটেল-মোটেল, সমুদ্রসৈকত ও বিভিন্ন বিনোদনকেন্দ্রে নেই পর্যটকদের বিচরণ।

রাজনৈতিক অস্থিরতা, ফার্স্ট নাইটের অনুষ্ঠানে বিধিনিষেধসহ নানা কারণে পর্যটক আসেননি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরপরও যেসব পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন, তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

২০২৩ সালকে বিদায়, ২০২৪ সালকে স্বাগত জানাতে কক্সবাজার সমুদ্রসৈকতে এবার থার্টি ফার্স্ট উদযাপনে নেই কোনও আশানুরূপ পর্যটক। এক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা, থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানে বিধিনিষেধ সহ নানা কারণে পর্যটক খরা কক্সবাজার। সমুদ্রসৈকতে কিছু পর্যটকের দেখা মিললেও, জেলার অন্যান্য বিনোদনকেন্দ্রগুলো রয়েছে ফাঁকা।

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে প্রচুর পর্যটক সমাগমের আশায় থাকা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এখন পর্যটন মৌসুম। তারপরও নতুন বছর উদযাপনের এই দিনে পর্যটক না আসায় হতাশা বিরাজ করছে। রাজনৈতিক অস্থিরতা ও অনুষ্ঠানের উপর বিধিনিষেধে পর্যটকবিমুখ হয়েছে সাগরপাড়। এভাবে চলতে থাকলে আগামী দিনে ব্যবসা ছেড়ে দেওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এম.কে
০১ জানুয়ারি ২০২৩

আরো পড়ুন

বাংলাদেশে বিদ্যুৎ সংকট, বাড়ছে সৌর পাম্পের কৃষি সেচ

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

ডার্ক ম্যাটার সম্পর্কে ১০টি অমীমাংসিত রহস্য

অনলাইন ডেস্ক