TV3 BANGLA
বাংলাদেশ

‘নতুন বাংলাদেশে’ আমার মা-বাবার হত্যার বিচার চাইঃ মেঘ

‘নতুন বাংলাদেশে’ সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার চেয়েছেন তাদের সন্তান মাহির সরওয়ার মেঘ। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশ পুনর্জন্ম: ৩৬ জুলাইয়ের পথে’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে পুনরায় এ দাবি তুলে ধরেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া’ (বিজেআইএম) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীটি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে ৬ ও ১১ ডিসেম্বর বন্ধ থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন মাহির সারওয়ার মেঘ। পরে তিনি বলেন, আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই। শুধু সাংবাদিকতা করার কারণে তাদের প্রাণ দিতে হয়েছে। নতুন বাংলাদেশে আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই।

উদ্বোধন অনুষ্ঠানে বিজেআইএমের আহ্বায়ক স্যাম জাহান বলেন, ন্যায়, নীতি, সত্য ও সাহসের পথে যতদিন সাংবাদিকরা থাকবেন, ততদিন আর কোনও দানব এ জাতির ঘাড়ের ওপর চড়ে বসতে পারবে না।

অনুষ্ঠানে জুলাই-আগস্টের নিহতদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিক জীবন আহমেদ, শরীফ খিয়াম আহমেদ, ইয়ামিন সাজিদ, সাইফ হাসনাত ও মুহাম্মদ আলী মাজেদ।

এ সময় বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত ছিলেন। আলোকচিত্রী ও বিজেআইএম সদস্য কেএম আসাদ প্রদর্শনীর কিউরেটরের দায়িত্ব পালন করেন।

এম.কে
০৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বিছানার নিচে পৌনে ৫ লাখ ইউরো, ইতালিতে বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশের গর্ভবতী নারীদের এক্লাম্পসিয়ার ঝুঁকিতে ফেলছে লবণাক্ততাঃ গবেষণা

র‌্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেনের স্ত্রীর লাশ উদ্ধার