এলন মাস্ক পরিকল্পনা করেছেন, তিনি এক্স যা পূর্বে টুইটার হিসাবে পরিচিত সোশ্যাল মিডিয়া ছিল তা ব্যবহার করার জন্য লোকদের চার্জ করা শুরু করবেন।
বিলিয়নিয়ার ব্যবসায়ী তার পরিকল্পনার ব্যাখ্যা দিতে গিয়ে একটি লাইভ স্ট্রিমে বলেন, সংস্থাটির বটসের বিশাল বাহিনীর জন্য “ছোট মাসিক অর্থ প্রদান” ব্যবস্থা প্রবর্তন করা জরুরি।
মাস্ক দীর্ঘদিন ধরে এক্স প্ল্যাটফর্মে নকল অ্যাকাউন্টগুলির উপস্থিতি সম্পর্কে অভিযোগ করেছে আসছেন।
তিনি নতুন ফি নিয়ে অতিরিক্ত কি কি সুবিধা অন্তর্ভুক্ত করবে এক্স সে বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করেননি বলে জানা যায়।
এক্সের সাথে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে মতামত জানাতে অপারগতা প্রকাশ করে।
উল্লেখ্য যে, এক্স ইতিমধ্যে এক মাসে 9.60 ডলার ব্যয়ে একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর অফার করেছে। যারা সাবস্ক্রিপশন চালু করবেন তাদের একটি যাচাইকরণ টিক দেয়া হবে বলে জানা যায়। সাবস্ক্রাইব করা একাউন্টগুলিকে দীর্ঘ পোস্ট লিখতে অগ্রাধিকার দেয়া হবে জানায় সংবাদমাধ্যম।
এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৩