20.7 C
London
July 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছেঃ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। একই সাথে তিনি রাখাইনের বাস্তুচ্যুত মানুষদের জন্য জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে একটি সেফ জোনের পক্ষে মত দিয়েছেন।

মিশরের কায়রোতে মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন ড. জামব্রি আবদুল কাদিরের সাথে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
ডি-৮ সম্মেলনে যোগ দিতে ইউনূস এখন কায়রোতে অবস্থান করছেন।

তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ছিল মালয়েশিয়ায় বাংলাদেশীদের নিয়োগ, উচ্চশিক্ষায় সম্পর্ক বৃদ্ধি, রোহিঙ্গা সঙ্কট ও আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের মতো বিষয়াবলী।

ড. জামব্রি আবদুল কাদির বলেন, রোহিঙ্গা মানবিক সঙ্কটসহ এসব বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

‘আমরা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে তাকিয়ে আছি,’ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলেন কাদির।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৯ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশঃ উপদেষ্টা

নিউজ ডেস্ক

আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের, দায় স্বীকার ,করে ,প্রধান আসামির জবানবন্দি

ওমান-বাংলাদেশ ভিসার জট খুলতে মাস্কাটে শীর্ষ বৈঠক!