16.4 C
London
August 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

নসরুল হামিদের ছেলের কোটি টাকার ফ্ল্যাট, ১০ কোটি টাকাসহ ১৭ ব্যাংক হিসাব জব্দের আদেশ

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) ছেলে জারিফ হামিদের (৩৩) নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক এবং তার ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। একইসঙ্গে বিপুর ছেলে জারিফের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এদিকে দুদকের তথ্য বলছে, নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে বনানীতে একটি ফ্ল্যাট রয়েছে। এ ফ্ল্যাটের প্রদর্শিত অর্থমূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে ১৭টি হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে ১০ কোটি ৬৫ লাখ টাকা জমা রয়েছে। এ ছাড়া ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রও রয়েছে তার নামে।

এর আগে গত ১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

তারও আগে গত বছরের ২৬ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন এবং ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করে সংস্থাটি। স্ত্রীর ও ছেলের এসব মামলায় আসামি করা হয়েছে নসরুল হামিদকেও।

এম.কে
২৮ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশে অপপ্রচারের শিকার বিএনপি, এনসিপির আসন জয়ের কৌশলে নজর

এইচএসসিতে পাসের হারে শীর্ষে সিলেট, বেড়েছে জিপিএ-৫

পর্যটকদের সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস