1.5 C
London
November 21, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

নামাজে নিষেধাজ্ঞা, ইতালির শহরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

ইতালির বন্দর শহর মনফালকোনের মুসলিম বাসিন্দারা ২০ বছরের বেশি সময় ধরে তুলনামূলকভাবে শান্তিতে বসবাস করছিলেন।

তবে হঠাৎ করে ইতালির মনফালকোনেতে কিছু ইসলাম বিরোধী সিদ্ধান্ত নেয়া হয়। যার দরুন ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশি মুসলিম ও অন্যান্য দেশের মুসলিম বাসিন্দারা। মনফালকোনের সাংস্কৃতিক কেন্দ্রে নামাজের পাশাপাশি সমুদ্রসৈকতে মুসলিম নারীদের বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে। এটা ইসলামবিরোধী এজেন্ডার অংশ বলে জানান স্থানীয় মুসলমান জনগোষ্ঠী।

দারুস সালাম মুসলিম সাংস্কৃতিক সমিতিকে সম্বোধন করে শহরটির ইসলামবিরোধী কট্টর ডানপন্থি মেয়র আনা মারিয়া সিসিন্ট, সাংস্কৃতিক সমিতিতে নামাজ নিষিদ্ধ করার চিঠি প্রদান করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি বোউ কোনাতে বলেছেন, ‘এটি বেদনাদায়ক, গুরুতর অপমান যা আমরা কখনই আশা করিনি। ‍কিন্তু এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। চিঠিটি একটি হুমকি ছিল। ঘৃণার প্রচারণা বিষাক্ততা সৃষ্টি করেছে।’

মনফালকোনের জনসংখ্যা সম্প্রতি ৩০ হাজার ছাড়িয়েছে। এমন একটি ইতিবাচক জনসংখ্যার প্রবণতা দেশটির জন্য আশীর্বাদ। কিন্তু শহরের মেয়র সিসিন্ট ২০১৬ সালে তার প্রথম ম্যান্ডেট জয়ের পর থেকে ইসলাম-বিরোধী এজেন্ডা লালন করে আসছেন।

শহরের জনসংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্র-নিয়ন্ত্রিত ফিনক্যান্টিয়েরির মালিকানাধীন বিস্তীর্ণ শিপইয়ারর্ডের ভূমিকাকে বড় করে দেখা হয়। প্রতিষ্ঠানটিতে গত দুই দশক ধরে প্রধানত বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা বেশি এসেছে কাজের জন্য।

পরিসংখ্যান অনুসারে, শহরটি অভিবাসীর সংখ্যা ৯ হাজার ৪০০। এর মধ্যে বাংলাদেশি সম্প্রদায়ের সংখ্যা ৬ হাজার ৬০০।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২০ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

করোনা ধ্বংসকারী ফেস মাস্ক আসছে ডিসেম্বরেই!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বিজয়ী ১২ কাউন্সিলর মৌলভীবাজারের

পর্তুগালে এক বছরে নিয়মিত হয়েছেন ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি