জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগপত্র জমা দেওয়ার খবরকে ‘ভুল তথ্য’ বলে অস্বীকার করেছে দলটি।
বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মুখ্য সমন্বয়ক করার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সম্মতি থাকায় অভিমানে নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি প্রাথমিক সদস্য হিসেবে থাকতে চাইলেও দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
তবে এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক লিখিত বার্তায় জানিয়েছেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে অংশ নিয়েছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।”
এনসিপির এই বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না থাকলেও দলটির পক্ষ থেকে পাটওয়ারীর পদত্যাগের খবর স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে।
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক ছিলেন; কেউ কেউ শুধু দপ্তর সম্পাদক সিফাতের বার্তাটিই পাঠিয়ে দিয়েছেন।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
এম.কে

