7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

নিউইয়র্কে নির্বাচনী প্রচারে অভিবাসনপ্রত্যাশীদের আক্রমণ ট্রাম্পের

কোনো অভিবাসনপ্রত্যাশী যদি মার্কিন নাগরিককে হত্যা করেন, তাহলে তাকে ফাঁসি দিতে হবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্কের প্রচারে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেন, ‘কমলা, আপনি এই দেশ ধ্বংস করে দিয়েছেন। আপনাকে আমরা আর কোনোভাবেই ফেরাবো না। আপনার চাকরি চলে গেছে। আপনি এবার বেরিয়ে যান।’

গত রোববার রাতে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বক্তৃতা দেন ট্রাম্প। ট্রাম্প সেখানে বলেছেন, আগামী চার বছর কেমন কাটবে তা স্থির হবে এই নির্বাচনে। আরো চার বছর মানুষ কিছু অযোগ্য মানুষের হাতে দেশ ছাড়তে চান নাকি এক ঐতিহাসিক সময়ের শুরু দেখতে চান, তা তাদের স্থির করতে হবে। বস্তুত এদিনের প্রচারে ট্রাম্পের সবচেয়ে বড় চমক ছিল তার স্ত্রী। এই প্রথম ট্রাম্পের প্রচারে স্ত্রী মেলানিয়াকে দেখা গেল।

এবারের নির্বাচনী প্রচারে দুটি বিষয়ের উপর ট্রাম্প গোড়া থেকেই গুরুত্ব দিয়েছেন। অনুপ্রবেশ এবং অর্থনীতি। এদিন ১৫ মিনিটের বক্তৃতাতেও ট্রাম্প সেই কথাগুলিই বলেছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে গ্যাংওয়ার বন্ধ করবেন তিনি। অবৈধ অনুপ্রবেশ বন্ধ করবেন।

তার দাবি, বাইরের দেশ থেকে অপরাধীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তারা ‘যুক্তরাষ্ট্রের শান্তিশৃঙ্খলা নষ্ট করছে। এরপরেই তিনি বলেন, যদি কোনো অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রে এসে কোনো মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন, তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সকলকে দেশের পতাকাকে শ্রদ্ধা করতে হবে। কেউ পতাকা জ্বালিয়ে দিলে তার এক বছর পর্যন্ত জেল হতে পারে।

ট্রাম্পের সমর্থকেরা এদিন ভরিয়ে দিয়েছিলেন ম্যাডিন স্কোয়্যার গার্ডেন। ট্রাম্প আসার আগে তারাও কমলা হ্যারিসকে কার্যত ব্যক্তিগত আক্রমণ করেন। কমলাকে তুলনা করা হয় শয়তানের সঙ্গে।

নভেম্বরের গোড়াতেই যুক্তরাষ্ট্রে নির্বাচন। কমলা জিতলে তিনি ইতিহাস গড়বেন। যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন তিনি। তবে এখনো পর্যন্ত ভোটের আগের সমীক্ষা বলছে, ট্রাম্প এবং কমলার লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। শেষ এক সপ্তাহে জনমতের ভিত্তি বলছে, কমলা সামান্য এগিয়ে আছেন।

সূত্রঃ ডয়চে ভেলে

এম.কে
২৯ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

এবার হজ পালন করলেন ১৮ লাখ হাজি

মানবাধিকার লঙ্ঘন: প্রয়োজনে ম্যান্ডেট দিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ

একমাত্র মিশেলই ট্রাম্পকে হারাতে পারেনঃ জরিপ