7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

নিউ সুপার মার্কেটে আগুন: দূরদূরান্ত হতে ক্রেতারা এসে বিপাকে

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে বাসার সবার জন্য কেনাকাটা করতে সকালেই নিউ মার্কেটে আসেন সামিউল হক নামের এক ক্রেতা। পরিবারের সবাইকে নিয়ে রমজানের মধ্যে শেষ ছুটির দিন শনিবার কেরানীগঞ্জ থেকে আসেন তারা। এসে দেখেন নিউ সুপার মার্কেট জ্বলছে আগুনে।

সামিউল হক বলেন, “আসার পথে বেশ অনেকটা দূরেই বাস থেকে নামিয়ে দেয় আমাদের। তখন মানুষজন বলছিল নিউ মার্কেটে আগুন লেগেছে। ভেবেছিলাম হয়তো ছোট কিছু হবে। এসে দেখি পুরো মার্কেট জ্বলছে।”

পরিবারের দুই শিশু ও স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে শাহজাহানপুর থেকে নিউ মার্কেটে আসেন জিয়াউল হক।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ” বাড়ি যাওয়ার আগে আজই কেনাকাটা করতে আসলাম। শনিবার শেষ ছুটির দিন হওয়ায় ভেবেছিলাম একদিনেই সব কেনাকাটা করে ফেলবো। কিন্তু দুর্ঘটনার পর এ এলাকার সব দোকানপাট এখন বন্ধ।”

পরিবারের সবার জন্য কেনাকাটা করতে দোহার থেকে এসেছেন শেখ শহিদুল ইসলাম।

তিনি বলেন, “ঈদের মধ্যে শেষ মুহূর্তের কেনাকাটা করতে বের হয়েছিলাম। কিন্তু এখন এ পরিস্থিতিতে কেনাকাটা করবো কি-না ভাবছি।”

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটের তৃতীয় তলার একাংশে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ৩০টি ফায়ার ফাইটিং ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে।

কম দামে কেনাকাটার জন্য নিউ মার্কেট-গাউছিয়ার চেয়ে ভালো জায়গা ঢাকায় কম আছে বলে মন্তব্য করেন অনেক ক্রেতারা।

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় আশপাশের বেশ কয়েকটি মার্কেট বন্ধ আছে। এ কারণে এসব মার্কেটের কয়েক হাজার দোকানপাটে বেচাকেনা হচ্ছে না। এসব মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন, ঈদের আগে এই আগুনে তাঁদের অপূরণীয় ক্ষতি হলো।

আরো পড়ুন

বিজিবির সিপাহি রইশুদ্দীনকে গরু চোরাকারবারি বলছে বিএসএফ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব

বন্ধ হবে না একটিও ব্যাংকঃ গভর্নর ড. আহসান এইচ মনসুর