4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য পার্লামেন্টে পাস হলো ‘বিতর্কিত রুয়ান্ডা বিল’

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেয়া ‘বিতর্কিত’ বিলটি অবশেষে পাস হলো পার্লামেন্টে৷ আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রুয়ান্ডার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন তিনি৷

নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের ‘পিংপং’ শেষে ২২ এপ্রিল সোমবার রাতে বিলটিতে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট৷

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পরিকল্পনা বেশ কয়েক দফা আইনি বাধার মুখে পড়ে৷ দেশটির সর্বোচ্চ আদালতও পরিকল্পনাটিকে আইন বর্হিভূত বলে রায় দিয়েছে৷ কিন্তু তাতে দমে যাননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী৷ রুয়ান্ডাকে নিরাপদ দেশ হিসাবে ঘোষণা দিতে একটি বিল আনা হয় পার্লামেন্টে৷ সেই আইনটি পার্লামেন্টের দুই কক্ষে নানা বিতর্ক শেষে অবশেষে পাস হলো৷

বিলটি পাস হওয়ার আগেই ঋষি সুনাক জানিয়েছেন, আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতে এরইমধ্যে বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করেছে সরকার৷ আগামী কিছুদিনের মধ্যেই ফ্লাইটগুলো আশ্রয়প্রার্থীদের নিয়ে রুয়ান্ডার উদ্দেশে রওনা হবে বলে আশাবাদী সুনাক৷

দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে আসা আশ্রয়প্রার্থীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানো হবে, সেখানেই তাদের আশ্রয় আবেদন যাচাই-বাছাই করা হবে৷

এই বিলটি পাস হওয়ায় পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডাকে একটি নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করা হবে এবং ব্রিটেনের মানবাধিকার আইনের কিছু অংশ এই আইনকে চ্যালেঞ্জ করতে পারবে না৷ ফলে রুয়ান্ডা পরিকল্পনা বাস্তবায়ন সরকারের জন্য সহজ হবে৷

যুক্তরাজ্যে কড়া নাড়ছে সাধারণ নির্বাচন৷ তার আগেই রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চায় সুনাক প্রশাসন৷ বিরোধী লেবার পার্টির কাছে জনমত জরিপে পিছিয়ে থাকা ক্ষমতাসীন কনজারভেটিভরা এই পরিকল্পনা বাস্তবায়ন করে ভোটের মাঠে নিজেদের চাঙ্গা করতে চান৷

২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন আশ্রয়প্রার্থীদের যুক্তরাজ্যের প্রতি নিরুৎসাহিত করতে তাদের রুয়ান্ডা পাঠানোর প্রস্তাবটি সামনে আনেন৷ এরপর সেটিকে এগিয়ে নিতে চান তার উত্তরসুরী ঋষি সুনাকও৷ কিন্তু এই পরিকল্পনাটি বিতর্ক এবং আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়ে, খারিজ হয়ে যায় যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতেও৷ ফলে এখন পর্যন্ত কোনো অভিবাসীকে রুয়ান্ডায় পাঠানো সম্ভব হয়নি৷

সংঘাত, দারিদ্র্য এবং জলবায়ু বিপর্যয় থেকে পালিয়ে আসা আশ্রয়প্রার্থীদের মধ্যে তিনশ জনকে রুয়ান্ডায় পাঠাতে যুক্তরাজ্যের খরচ হবে ৫৪ কোটি পাউন্ড৷ বেসরকারি সংস্থা কেয়ার ফর কালে যুক্তরাজ্যের সরকারের এই পরিকল্পনাকে একটি নিষ্ঠুর ‘কৌশল’ হিসেবে অভিহিত করেছে৷

সরকার দাবি করছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে আশ্রয়প্রার্থীরা যুক্তরাজ্যের প্রতি আগ্রহ হারাবে এবং দেশটিতে আর আশ্রয় চাইতে আসবে না৷ কিন্তু সরকারের এই আশা কতোটা বাস্তবসম্মত, তা স্পষ্ট নয়৷ ২০১৮ সাল থেকে অন্তত এক লাখ ২০ হাজার মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে পৌঁছেছেন৷ বিপজ্জনক এই জলপথ পাড়ি দিতে গিয়ে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন শত শত অভিবাসী৷

কিন্তু তারপরও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন ব্রিটিশ সরকারপ্রধান ঋষি সুনাক৷ আশ্রয়প্রার্থীদের চার্টার্ড ফ্লাইটে করে রুয়ান্ডা পাঠাতে একটি এয়ারফিল্ড প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি৷ আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রুয়ান্ডার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে বলেও অনেকটা নিশ্চিত করে বলেছেন তিনি৷

ব্রিটিশ সরকারের এই প্রকল্পের সঙ্গে জড়িত বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের অধিকার বিশেষজ্ঞরা৷

এই উদ্যোগকে ‘বিচারিক স্বাধীনতার লঙ্ঘন’ বলে উল্লেখ করে পরিকল্পনাটি বাদ দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কাউন্সিল অব ইউরোপ৷

সংস্থাটির মানবাধিকার কমিশনার মাইকেল ও’ফ্লাহার্টি বলেন, ‘‘যুক্তরাজ্য সরকারের উচিত রুয়ান্ডা নীতির অধীনে আশ্রয়প্রার্থীদের সেখানে পাঠানো থেকে বিরত থাকা এবং বিচারিক স্বাধীনতার লঙ্ঘনকারী বিলটি থেকে সরে আসা৷’’

পরিকল্পনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের দুই শীর্ষ কর্মকর্তা৷ এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর ফিলিপ্পো গ্র্যান্ডি এবং জাতিসংঘের অধিকার কমিশন ফলকার ট্যুর্ক যুক্তরাজ্যকে ‘‘আন্তর্জাতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উদ্বাস্তু এবং অভিবাসীদের অনিয়মিত প্রবাহ মোকাবিলায় বাস্তব ব্যবস্থা গ্রহণের’ আহ্বান জানিয়েছেন৷

এদিকে, রুয়ান্ডার সরকারের মুখপাত্র ইয়োলান্ডে মাকোলো জানিয়েছেন, কিগালি বিলটি পাস হওয়ায় ‘সন্তুষ্ট’ হয়েছেন তারা৷ যুক্তরাজ্য থেকে রুয়ান্ডায় স্থানান্তরের অপেক্ষায় থাকা আশ্রয়প্রার্থীদের স্বাগত জানাতে রুয়ান্ডা উন্মুখ বলে জানিয়েছেন তিনি৷

সূত্রঃ রয়টার্স, এএফপি, এপি

এম.কে
২৩ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

কন্সেন্ট টু লেটের প্রয়োজনীতা

অনলাইন ডেস্ক

ডিডব্লিউপি গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অতি জরুরি ৬টি পরামর্শ

অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই