19.9 C
London
July 6, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

নেপালে কোরআন প্রতিযোগিতার আয়োজন করবে সৌদি আরব

দ্বিতীয়বারের মতো নেপালের রাজধানী কাঠমান্ডুতে পবিত্র কোরআন (মুখস্থ) প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আরব।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগামী ২১-২২ ডিসেম্বর কাঠমান্ডুতে পবিত্র কোরআন মুখস্থ প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়।

নেপালের বিভিন্ন রাজ্য ও গভর্নরেট থেকে চার শতাধিক প্রতিযোগী প্রাথমিক বাছাইপর্বে অংশ নেবেন।

আরব নিউজের এক প্রতিবেদন বলছে, প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে তরুণ মুসলমানদের মধ্যে কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার সৌদি আরবের প্রচেষ্টার অংশ।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে। নেপালজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

সূত্রঃ আরব নিউজ

এম.কে
২৪ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাসের বিশাল মজুদ

ক্যালিফোর্নিয়ায় সান্ধ্য আইন

ইসলাম বিদ্বেষী ঘটনায় ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা গ্রেফতার