নেপালে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং পার্লামেন্ট দখল করেছে।
পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এসব সংঘাত মূলত সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার কারণে উসকে উঠেছে।
বিক্ষোভটি সোমাবার (৮ সেপ্টেম্বর) সকালে কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে রাজধানীজুড়ে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলার সময় বিভিন্ন সড়ক অবরোধ ও যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।
সংঘর্ষের পাশাপাশি বিক্ষোভকারীরা সরকারি অফিস ও প্রতিষ্ঠান দখল করার চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে, কিন্তু আন্দোলনকারী অংশগ্রহণকারীরা আরও বড় ধরনের প্রতিরোধের পরিকল্পনা করছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৫