15.1 C
London
September 16, 2024
TV3 BANGLA
দক্ষিণ এশিয়া

নেপালে ২২ আরোহীসহ প্লেন নিখোঁজ

নেপালের পার্বত্য এলাকায় ২২ জন আরোহীসহ একটি যাত্রীবাহী প্লেন নিখোঁজ হয়েছে।

রোববার (২৯ মে) তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতাউলার উদ্বৃতি দিয়ে এএফপি জানায়, ‘পোখরা থেকে জোমসোমগামী অভ্যন্তরীণ ফ্লাইটের একটি বিমান রোববার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানে ১৯ যাত্রী এবং ৩ জন ক্রু ছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ প্লেনটি এয়ার নাইন এনএইটি মডেলের টুইন-ইঞ্জিন বিশিষ্ট। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ প্লেনটি উড়ে যায়। এর কিছুক্ষণ পর আকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

 

নেপালের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। চার ভারতীয় ছাড়াও প্লেনটিতে ৩ জাপানি নাগরিক ছিলেন।

 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র খবরে বলা হয়েছে, সর্বশেষ প্লেনটিকে নেপালের মুস্তাং জেলার জোমসোমের আকাশে দেখা গিয়েছিল। মুস্তাংয়ের মুখ্য জেলা কর্মকর্তা প্রসাদ শর্মা এ তথ্য জানানোর পাশাপাশি বলেন, ধৌলাগিরি পর্বত পর্যন্ত যাওয়ার পর আকাশযানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

স্থানীয় পুলিশ কর্মকর্তারা মনে করছেন, প্লেনটি পাহাড়ি মুস্তাং জেলার তিতি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এলাকাটি হিমালয় অঞ্চলের পঞ্চম বৃহত্তম জেলা ও মুক্তিনাথ মন্দিরের তীর্থস্থান।

 

মুস্তাং জেলা পুলিশের উপ-পুলিশ সুপার (ডিএসপি) রাম কুমার দানি এএনআইকে বলেন, তিতির স্থানীয়রা ফোন করে আমাদের জানিয়েছেন তারা একটি অস্বাভাবিক শব্দ শুনতে পেয়েছেন। এটি অনেকটা বিম্ফোরণের মতো বলে তারা বলেছেন। আমরা অনুসন্ধান চালাতে ওই এলাকায় একটি হেলিকপ্টার মোতায়েন করছি।

 

২৯ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

রাখাইনে বন্ধ মোবাইল সেবা, বাড়ি-ঘরে আগুন দিচ্ছে জান্তা

ভারতে মাদ্রাসা নিষিদ্ধের আদেশ সুপ্রিম কোর্টে স্থগিত

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার