নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের নোবেল পুরস্কার কমিটির এক প্রতিনিধিদল ভারত সফরে এসে বৃহস্পতিবার এই বার্তা দিয়েছে।
ভারত সফরকারী ওই প্রতিনিধিদলের প্রধান এবং নোবেল প্রাইজ কমিটির ‘ডেপুটি চিফ’ অ্যাসলে তোজো রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন সঙ্কটের নিরসনে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করেছেন। রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন।’’
এ প্রসঙ্গে গত সেপ্টেম্বরে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাজেইশন (এসসিও)-এর বৈঠকে ভ্লাদিমির পুতিনের উদ্দেশে মোদীর মন্তব্যের প্রসঙ্গও তুলেছেন তোজো। সেখানে সরাসরি রুশ প্রেসিডেন্টকে মোদী বলেছিলেন, ‘‘এটা যুদ্ধের সময় নয়।’’
তোজো বলেন, ‘‘ভারত থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য অনেক মনোনয়ন রয়েছে। আমি মনে করি, বিশ্বের সব নেতাই নোবেল শান্তি পুরস্কারের জন্য যা প্রয়োজন তা করবেন।’’ এর পরেই তার ‘তাৎপর্যপূর্ণ’ মন্তব্য, ‘‘আমরা মোদীর প্রচেষ্টা লক্ষ করেছি। মোদীর মতো শক্তিশালী নেতার শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী এমন একটি শক্তিশালী দেশের প্রতিনিধিত্ব করেন, যাকে বিশ্বের দরবারে খুবই গুরুত্ব দেওয়া হয়। ভারতীয়দের মধ্যে অপরিসীম ক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা রয়েছে। আশা করব, ভয়াবহ যুদ্ধে ইতি টানতে এই বিশ্বাসযোগ্যতা ও ক্ষমতা তারা ব্যবহার করবে।’’
২০০২ সালের গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গার পরে সে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিসার আবেদন খারিজ করেছিল আমেরিকা, ব্রিটেনের মতো দেশ। আন্তর্জাতিক মঞ্চে তার বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগও উঠেছিল। সেই অতীতকে মুছে মোদি শান্তি পুরষ্কার পান কিনা সেটাই নিয়েই ভাবছেন বিজ্ঞজনেরা।