লন্ডনের পূর্বাঞ্চলীয় বরো টাওয়ার হ্যামলেটস নতুন উদ্যোক্তা প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে। গো-ড্যাডির সর্বশেষ গবেষণায় দেখা গেছে, ব্রিক লেন ও ডকল্যান্ডস ঘিরে গড়ে ওঠা ব্যবসায়িক পরিবেশ লন্ডনের অন্যান্য বরোর তুলনায় অনেক এগিয়ে।
গো-ড্যাডির স্মল বিজনেস রিসার্চ ল্যাবের তথ্যমতে, টাওয়ার হ্যামলেটসে মাইক্রোবিজনেস ঘনত্ব গত এক বছরে বেড়েছে ৩৩ শতাংশ। একইসাথে বার্কিং, ডাগেনহাম ও রেডব্রিজও উদ্যোক্তা মানচিত্রে শক্ত অবস্থান তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, বাড়তি আবাসন ব্যয়ের কারণে ব্যবসায়ীরা তুলনামূলক কম খরচের এলাকায় ঝুঁকছেন।
অন্যদিকে দীর্ঘদিন ধরে ক্যাফে ও রেস্টুরেন্টের জন্য পরিচিত হ্যাকনিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১৬ শতাংশ, যা লন্ডনের ৩২ বরোর মধ্যে ২৭তম।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল গত বছর স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় ৭ লাখ পাউন্ড বিনিয়োগ ঘোষণা করেছিল। এর ফলে নতুন ব্যবসা শুরু করতে উদ্যোক্তারা আরও উৎসাহ পাচ্ছেন। এমপি আপসানা বেগম তার নির্বাচনী এলাকার ব্যবসায়ীদের পরিশ্রমের প্রশংসা করে বলেন, “ক্ষুদ্র ব্যবসার মালিক ও কর্মীরা প্রতিদিন আমাদের চাহিদা পূরণ করছেন এবং কমিউনিটিকে এগিয়ে নিচ্ছেন। স্থানীয় ব্যবসাকে সমর্থন করা সবার দায়িত্ব।”
আন্তর্জাতিক কর্মক্ষেত্র বিশেষজ্ঞ মার্ক ডিকসন মনে করেন, কর্মীদের বাসস্থানের কাছাকাছি ব্যবসা স্থাপনের প্রবণতা এখন সারাদেশে ছড়িয়ে পড়ছে। এতে ব্যবসায়ীরা খরচ বাঁচাচ্ছেন এবং কর্মীদের জন্য কাজ-জীবনের ভারসাম্য নিশ্চিত হচ্ছে।
গো-ড্যাডির অ্যালেক্স রোজেন মন্তব্য করেন, “পূর্ব লন্ডনের উদ্যোক্তা ইতিহাস বহু পুরনো। শিল্প বিপ্লবকাল থেকে শুরু করে আজকের প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এর অবস্থান দেখায় যে, এই অঞ্চল সবসময় পরিবর্তনের অগ্রভাগে থেকেছে।”
সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড
এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৫