পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নেকাব বা বোরকা নিষিদ্ধ করার একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। অতি-ডানপন্থী রাজনৈতিক দল চেগা পার্টি প্রস্তাবিত এই বিলের মাধ্যমে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত সংসদীয় অধিবেশনে বিলটি প্রাথমিকভাবে অনুমোদন পায়। এখন এটি সংযোজন ও সংশোধনের জন্য পুনরায় পার্লামেন্টে তোলা হবে। বিলটি চূড়ান্তভাবে পাস হলে, জনসমক্ষে মুখ ঢাকা অবস্থায় বের হলে ২০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার থেকে ৪ লাখ ৬৭ হাজার টাকার সমান।
বিলে আরও বলা হয়েছে, কেউ যদি অন্য কাউকে বোরকা বা নেকাব পরতে বাধ্য করে, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। চেগা পার্টির দাবি, এই আইন জননিরাপত্তা নিশ্চিত করবে এবং “পরিচয় গোপনের অপব্যবহার” রোধ করবে।
তবে সংসদের দুটি দল এই বিলের ভোটে অংশ নেয়নি। তাদের মতে, এ ধরনের আইন সমাজে বৈষম্য ও ধর্মীয় বিভাজন বাড়াবে। মানবাধিকার সংস্থাগুলোও বলছে, এই সিদ্ধান্ত ইউরোপে ইসলামবিদ্বেষী রাজনীতিকে আরও উসকে দিতে পারে।
বিলটি এখন পর্তুগালের সংসদীয় কমিটিতে আলোচনার জন্য পাঠানো হয়েছে। সংশোধনী পর্যায়ে এটি পাস হলে, দেশটিতে বোরকা বা নেকাব পরা আনুষ্ঠানিকভাবে আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
১৮ অক্টোবর ২০২৫