TV3 BANGLA
আন্তর্জাতিক

পর্তুগালে নাগরিকত্ব পেতে এখন অপেক্ষা ১০ বছর, সংসদে পাস নতুন আইন

পর্তুগালের জাতীয় সংসদ (Assembly of the Republic) নতুন নাগরিকত্ব আইনের খসড়া অনুমোদন করেছে, যা বিদেশি নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার সময়সীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র এবং পর্তুগিজ ভাষাভিত্তিক কমিউনিটি (CPLP) দেশের নাগরিকরা যেখানে ৭ বছরে নাগরিকত্বের যোগ্য হবেন, অন্য সব দেশের নাগরিকদের এখন অপেক্ষা করতে হবে ১০ বছর।

নতুন আইনে বলা হয়েছে, যারা ইতিমধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন পুরনো নিয়মে বিবেচিত হবে। কিন্তু যারা এখনো আবেদন করেননি, তাদের ক্ষেত্রে নতুন আইন প্রযোজ্য হবে— এমনকি যদি তারা পূর্বের নিয়ম অনুযায়ী ৫ বছর বসবাস সম্পন্নও করে থাকেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি অনেক প্রবাসীর জন্য অপ্রত্যাশিত ধাক্কা, কারণ তারা পুরনো সময়সীমার ভিত্তিতে নাগরিকত্ব পরিকল্পনা করেছিলেন।

নতুন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, নাগরিকত্বের সময় গণনা এখন শুরু হবে বসবাসের অনুমতিপত্র (Residence Permit) অনুমোদনের পর থেকে, আবেদন জমা দেওয়ার দিন থেকে নয়।
পর্তুগিজ কর্তৃপক্ষ সাধারণত বিদেশিদের জন্য বসবাসের অনুমতি দিতে দুই থেকে তিন বছর সময় নেয়। ফলে নাগরিকত্ব পাওয়ার বাস্তব সময়সীমা এখন কার্যত দাঁড়াতে পারে ৯ থেকে ১৩ বছর, যদি প্রশাসনিক প্রক্রিয়া ত্বরান্বিত না হয়।
এছাড়া, নতুন নিয়মে বিচ্ছিন্ন সময়কালেও বসবাস গণনা করা যাবে, যদি তা ১০ বছরের মধ্যে ঘটে থাকে— যা কিছুটা নমনীয়তা আনে।

বিলটির চূড়ান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার। আজকের সংসদীয় ভোটে এটি সহজেই পাস হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিলটি পাস হলে তা রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতি চাইলে এটি আইন হিসেবে কার্যকর করবেন, অথবা সাংবিধানিক আদালতে পর্যালোচনার জন্য পাঠাতে পারেন।
আইনটি কার্যকর হবে সরকারি গেজেট Diário da República-তে প্রকাশের পর, এবং প্রকাশের ৯০ দিনের মধ্যে সরকারকে নতুন জাতীয়তা বিধিমালা (Nationality Regulation) হালনাগাদ করতে হবে, যেখানে নতুন নাগরিকত্ব পরীক্ষা ও রাষ্ট্রজ্ঞান বিষয়ক মানদণ্ড নির্ধারণ করা হবে।

সূত্রঃ আই এম আই ডেইলি

এম.কে

আরো পড়ুন

ট্রাম্পের গাজা খালির প্রস্তাব ‘পুরোপুরি খারিজ’ করলেন জার্মান চ্যান্সেলর

কোরআন শিখছেন আলোচিত সেই রুশ জেনারেল

আসাদের পতনে বিপদে পড়তে যাচ্ছে ভারত!

নিউজ ডেস্ক