TV3 BANGLA
আন্তর্জাতিক

পশ্চিম তীর দখলের বিপদ ট্রাম্প খুব ভালোভাবেই বোঝেনঃ সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেছেন, পশ্চিম তীরের যে কোনো ইসরায়েলি দখলদারিত্বের মারাত্মক পরিণতি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছে আরব ও মুসলিম দেশগুলো – এই বার্তাটি ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবেই বোঝেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তিনি জাতিসংঘে সাংবাদিকদের বলেন, ‘পশ্চিম তীরে যে কোনো ধরণের সংযুক্তির বিপদ ও গাজায় শান্তির সম্ভাবনার জন্যই নয়, বরং যে কোনো টেকসই শান্তির জন্য আরব ও মুসলিম দেশগুলো ঝুঁকির বিষয়টি প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছে স্পষ্ট করে জানিয়েছে।’

ফয়সাল বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর অবস্থান বুঝতে পেরেছেন। আমি মনে করি, মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীরে সংযুক্তির ঝুঁকি এবং বিপদগুলো খুব ভালভাবে বোঝেন।’

গত মঙ্গলবার ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি গাজায় দুই বছর ধরে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

এর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তিনি আরব ও মুসলিম নেতাদের বার্তাটি পেয়েছেন। তিনি বলেন, ‘আমি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দিচ্ছি না।’

সূত্রঃ আরব নিউজ

এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক বসাতে ইইউকে আহ্বান ট্রাম্পের

জার্মান সংসদের উচ্চকক্ষে নতুন নাগরিকত্ব আইন পাশ

বিমান ছাড়তে দেরি, ঘোষণা শুনেই পাইলটের মুখে ঘুসি যাত্রীর!