TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পশ্চিম লন্ডনে আশ্রয়প্রার্থীদের হোটেলে হামলার চেষ্টা, পাঁচজন গ্রেপ্তার

পশ্চিম লন্ডনের একটি হোটেলে আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে মুখোশধারী একদল ব্যক্তি ভবনে প্রবেশের চেষ্টা করলে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে স্টকলে রোডের ক্রাউন প্লাজা হোটেলে।

পুলিশ জানায়, দুপুরের দিকে দুটি আশ্রয়প্রার্থী-বিরোধী সংগঠন মিছিল নিয়ে হোটেলের দিকে এগিয়ে যায়। বিক্ষোভকারীদের মধ্য থেকে কিছু মুখোশধারী ব্যক্তি হোটেলের পেছনের প্রবেশপথ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় তারা নিরাপত্তা বেড়া ভাঙচুর করে।

অভিযানে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোটেলে থাকা আশ্রয়প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের হামলা বা ভাঙচুর কোনোভাবেই সহ্য করা হবে না। হোটেল কর্তৃপক্ষও জানিয়েছে, অতিথি ও আশ্রয়প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে তারা পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
৩১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

প্রযুক্তিগত সমস্যার কারণে গ্রাহকদের কাছে ক্ষমা চাইলো বার্কলেস ব্যাংক

যুক্তরাজ্যের আন্ডারগ্র‍্যাজুয়েট শিক্ষার্থীরা খরচের জন্য ধুঁকছে

যুক্তরাজ্যের সবচেয়ে চমকপ্রদ রেল যাত্রাপথ, টিকেটের মূল্য ৩ পাউন্ড

নিউজ ডেস্ক