24.5 C
London
August 13, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

পাকিস্তানের চাকরি ছেড়ে মানবিক টানে টনি হেমিংয়ের বাংলাদেশ ফেরা

পাকিস্তানের লোভনীয় চাকরির অফার ফিরিয়ে আবারও বাংলাদেশে ফিরেছেন পিচ কিউরেটর টনি হেমিং। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন তিনি। শেষবার বাংলাদেশে এসে চুক্তির মেয়াদ পূর্ণ করতে না পারলেও এবারের ফেরার পেছনে শুধু ক্রিকেট নয়, রয়েছে এক বিশেষ মানবিক গল্প।

বাংলাদেশে আগের সফরে সিলেটে কাজ করার সময় এক পথশিশুর সঙ্গে টনি হেমিংয়ের পরিচয় হয়। মেয়েটিকে তিনি সন্তানসুলভ স্নেহ দিতে শুরু করেন এবং শেষ পর্যন্ত দত্তক নেন। সেই থেকে দুজনের যোগাযোগ অব্যাহত রয়েছে—প্রতিদিন সকালে ‘গুড মর্নিং’ থেকে রাতে ‘গুড নাইট’ বলা পর্যন্ত সবকিছুতেই টনি তাকে নিজের মেয়ে হিসেবেই দেখেন।

এই সম্পর্কই টনির দ্বিতীয়বার বাংলাদেশে আসার অন্যতম বড় প্রেরণা বলে মনে করা হচ্ছে। সূত্র বলছে, ক্রিকেটের প্রতি ভালোবাসা যেমন গভীর, তেমনি দত্তক কন্যার সঙ্গে সময় কাটানোর সুযোগও তাকে টেনে এনেছে। ক্রিকেটীয় দায়িত্বের পাশাপাশি এবার তিনি সিলেটে গিয়ে মেয়েটির সঙ্গেও সময় কাটানোর পরিকল্পনা করেছেন।

শুধুই কি খেলার মাঠের দায়িত্ব, নাকি সেই আবেগঘন বন্ধনও সমানভাবে কাজ করেছে—তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমী ও সহকর্মীদের মধ্যে। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, টনি হেমিংয়ের এই ফেরা ক্রিকেট আর মানবিকতার এক সুন্দর মিশেল।

সূত্রঃ স্যোশাল মিডিয়া / স্পোর্টস প্লাস ক্রিকেট

এম.কে
১৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

রাসেলস ভাইপারঃ করণীয়-বর্জনীয় জানালো পরিবেশ মন্ত্রণালয়

বিলাসবহুল জাহাজে চট্টগ্রাম-সেন্ট মার্টিন

কেন নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হলো না, জানাল নয়াদিল্লি