জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে অস্ত্রধারীর হামলা ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ভারত।
কয়েক দশক ধরে চলা সিন্ধু জল চুক্তি স্থগিত করা এবং পাকিস্তানের জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মীদের বহিষ্কারসহ নয়াদিল্লির কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ২৩শে এপ্রিল পাহেলগাঁও হামলার প্রতি ভারতের প্রতিক্রিয়া নির্ধারণের জন্য মন্ত্রিসভা নিরাপত্তা কমিটি (সিসিএস) বৈঠকের একদিন পরই এই কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা দেয়। সিসিএস পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এই পদক্ষেপগুলি ঘোষণা করেন। এর মধ্যে প্রধান হল প্রতিটি ভারতে পাকিস্তানের কূটনৈতিক মিশনের গ্রেড হ্রাস করা। ভারত ও পাকিস্তান উভয় হাইকমিশন তাদের কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জন করবে, যা ১ মে এর মধ্যে সম্পন্ন হবে।
ভারত নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশন থেকে সমস্ত প্রতিরক্ষা, নৌ এবং বিমান উপদেষ্টাদের বহিষ্কার করেছে।
এই ব্যক্তিদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে, ভারত ইসলামাবাদে অবস্থিত নিজস্ব হাইকমিশন থেকে তার সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করবে। উভয় মিশনে পরিষেবা উপদেষ্টাদের জন্য নিযুক্ত পাঁচজন সহায়তা কর্মীকেও প্রত্যাহার করা হবে।
সূত্রঃ এনডিটিভি
এম.কে
২৪ এপ্রিল ২০২৫