6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

সম্প্রতি পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাতের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।  পারমাণবিক হামলা চালাতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্র এই বছরের শরৎকালেই মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে বলে শনিবার জানিয়েছে মস্কো।

 

রোসকসমস স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগজিন ক্ষেপণাস্ত্রটি শরতকালের মধ্যে মোতায়েনের এই পরিকল্পনা করেছে। এই লক্ষ্যটি উচ্চাভিলাষী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ রাশিয়া কেবল বুধবার তার প্রথম পরীক্ষার কথা জানিয়েছে। কিন্তু এটি মোতায়েনের আগে আরও পরীক্ষার প্রয়োজন হবে।

 

সারমাট ক্ষেপণাস্ত্রটি ১০ বা ততোধিক পারমাণবিক ওয়ারহেড ও ডেকো বহন করতে সক্ষম। এটি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

 

রুগোজিন রাশিয়ার সরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সরমাট ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় তিন হাজার কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলে মোতায়েন করা হবে। সোভিয়েত যুগের ভয়েভোদা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের মতো একই এলাকায় এবং একই উচ্চতায় স্থাপন করা হবে। এতে অনেক অর্থ ও সময় সাশ্রয় হবে।

 

২৫ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশকে ‘রেডলিস্ট’ থেকে বাদ দিতে ব্রিটিশ-বাংলাদেশি এমপিদের আলোচনার আহ্বান

অনলাইন ডেস্ক

টোরি সদস্যরা এখনও বরিস জনসনকে ট্রাস এবং সুনাকের চেয়ে বেশি পছন্দ করেন

আধুনিক দাসত্বের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর অবস্থান

নিউজ ডেস্ক