9.6 C
London
November 16, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

‘পিছে তো দেখো’ খ্যাত আহমেদ শাহের ভাই উমেদ শাহের মৃত্যুতে শোক

পাকিস্তানের ভাইরাল সেলিব্রিটি আহমেদ শাহের ছোট ভাই উমেদ শাহ ইন্তেকাল করেছেন। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

আহমেদ শাহ প্রথম ভাইরাল হয়েছিলেন টিকটকে প্রকাশিত এক ভিডিও দিয়ে। তার নিষ্পাপ মুখ, গোলগাল চেহারা এবং ‘পাঠান ক্যা বাচ্চা’ সংলাপ মুহূর্তেই জনপ্রিয়তা পায় বিশ্বজুড়ে। এরপর তার আরেকটি ভিডিও “পিছে তো দেখো” দর্শকের মনে দারুণ সাড়া জাগায় এবং মিলিয়ন ভিউ অর্জন করে।

উমেদ শাহ বড় ভাই আহমেদের সঙ্গে প্রায়ই ভিডিও ও ছবিতে উপস্থিত থাকতেন। তাদের একসঙ্গে মিষ্টি মুহূর্তগুলো ভাইরাল হয়ে ব্যাপক ভালোবাসা কুড়িয়েছে।

কিন্তু উমেদ শাহের অকাল মৃত্যুতে ভক্ত ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ তাদের সমবেদনা জানিয়েছেন এবং ছোট্ট এই শিশুর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প

আইসিসির দুই কর্মকর্তার পদত্যাগের কারণ ও সময় নিয়ে ধোঁয়াশা

নিউজ ডেস্ক

৩ নৌকা থেকে ১৩০০ অভিবাসী উদ্ধার