TV3 BANGLA
বাংলাদেশ

পিটার ডি. হাসের উপস্থিতি নিয়ে NCP’র মিথ্যাচার ফাঁসঃ গণমাধ্যম প্রশ্নবিদ্ধ

বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে সম্প্রতি খবর প্রচারিত হয়েছিল যে, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন না। একই সময়ে পাঁচজন NCP নেতা কক্সবাজার সফরে যান, যা নিয়ে সন্দেহ দানা বাঁধে। গুঞ্জন ছড়ায়, তারা নির্বাচনী প্রক্রিয়া পেছানোর জন্য বা তা মোকাবেলায় পিটার ডি. হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

সোশ্যাল মিডিয়ায় আজ (০৫ আগস্ট ২০২৫) এই বিতর্কের নাটকীয় মোড় ঘুরে যায়। প্রকাশিত প্রমাণ অনুযায়ী, পিটার ডি. হাস সেদিন সন্ধ্যা ১৯:১০ মিনিট পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন। এরপর তিনি Emirates EK 583 ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন। ঢাকা বিমানবন্দরের Dolonchapa VIP-2 এর কম্পিউটার প্রিন্টআউট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা স্পষ্টভাবে তার উপস্থিতি প্রমাণ করে।

এ ঘটনার মাধ্যমে NCP’র দাবির সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তারা একাধিক জাতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছিল যে পিটার ডি. হাস আমেরিকায় আছেন। বাস্তব প্রমাণ উল্টো দেখায়, ফলে এই বক্তব্যকে মিথ্যাচার ও তথ্য গোপনের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে কি কোনো গোপন ষড়যন্ত্র চলছে? সাধারণ মানুষ দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরোধিতা করছে এবং গণমাধ্যমের তথ্য বিকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনায় শুধু NCP নয়, দেশের গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও বড় ধাক্কা খেল।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ আগস্ট ২০২৫

আরো পড়ুন

কাজীপাড়া মেট্রোস্টেশনের ১০০ কোটি টাকার কাজ হচ্ছে ১ কোটিতে!

ভুয়া পরিচয়ে এক যুগ ধরে বাংলাদেশ ব্যাংকে চাকরিঃ ধরা পড়ল ভয়াবহ প্রতারণা

২০০ জনকে নিয়োগ দেবে বেসরকারি প্রতিষ্ঠান, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ