কাতারে চলমান বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার পথে ৩ নারী রেফারি। বৃহস্পতিবার জার্মানি-কোস্টারিকা ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তিন জন নারী রেফারি। যা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম।
রেফারি স্টেফানি ফ্র্যাপার্টের সঙ্গে সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নেউজা ব্যাক ও ক্যারেন দিয়াজ।
আন্তর্জাতিক ফুটবলে এর আগে ইউরোসহ বেশ কয়েকটি টুর্নামেন্টের বাছাইপর্বে নারীদেরকে ছেলেদের ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা গেছে।
তবে বড় কোনো টুর্নামেন্টের মূল পর্বে এবারই প্রথম তারা দায়িত্ব পালন করবেন।
৩৮ বছর বয়সী রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট আন্তর্জাতিক রেফারি হিসেবে যাত্রা শুরু করেন ২০০৯ সালে। তার সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলের নেউজা ব্যাক ও মেক্সিকান দিয়াজ।
১ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক