2.8 C
London
January 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

পূর্বাচল প্লট দুর্নীতি মামলাঃ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় অপসারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই ভাগ্নী টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শুনানির জন্য আজ ৮ জানুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

 

ঢাকার বিশেষ জজ আদালত–৪-এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা বিচারিক কার্যক্রমকে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে নিয়ে গেছে।

গত ৫ জানুয়ারি মামলার বিচারক রাবিউল আলম তদন্ত কর্মকর্তা সহ মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্যপর্ব সমাপ্ত ঘোষণা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানির পথ খুলে যায়।

আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ১০ কাঠা সরকারি প্লট অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেওয়ার অভিযোগে ২০২৫ সালের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে দুদক চলতি বছরের ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।

অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে পূর্বাচল আবাসন প্রকল্পের সেক্টর–২৭-এ নিজে ও তার পরিবারের সদস্যদের নামে ছয়টি প্লট বরাদ্দ দেন। অভিযোগপত্রে বলা হয়, এসব বরাদ্দ সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও দেওয়া হয়।

দুদকের তথ্যমতে, প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত বছরের জানুয়ারিতে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ছয়টি পৃথক মামলা দায়ের করা হয়। এর মধ্যে তিনটি মামলার রায় গত বছরের ২৭ নভেম্বর ঘোষণা করা হয়।

ওই রায়ে শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আসামিরা বর্তমানে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজকের শুনানিকে পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন আইনজ্ঞরা।

সূত্রঃ ঢাকা স্ট্রিম ডট নেট

এম.কে

আরো পড়ুন

টি-২০ তে ইংল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের জয়

সিলেটে ফিলিস্তিন সংহতি আন্দোলনে লুটপাটঃ প্রশ্নবিদ্ধ সিলেটবাসীর মর্যাদা

নিউজ ডেস্ক

বাংলাদেশে ধানের তুষ থেকে উৎপাদিত হচ্ছে ভোজ্য তেল