TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পূর্ব লন্ডনের দুই প্রতারকের জেলঃ বয়স্কদের টার্গেট করে কোটি টাকার প্রতারণা

পূর্ব লন্ডনের দুই তরুণ প্রতারক একটি সুপরিকল্পিত প্রতারণার ফাঁদে ফেলে বয়স্ক ও দুর্বল মানুষদের লক্ষবস্তু বানিয়ে তাদের সঞ্চয় হাতিয়ে নিয়েছে। এই নির্মম প্রতারণার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ ইসলাম (২৫) ও মাহবুব হুসেন (২৫) যথাক্রমে ড্যাগেনহ্যাম ও হোয়াইটচ্যাপেল এলাকার বাসিন্দা।

থেমস ভ্যালি পুলিশের তদন্তের পর রিডিং ক্রাউন কোর্টে তারা প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হন। আদালতের রায়ে জানা যায়, তারা একটি জটিল এবং পরিকল্পিত কৌশলের মাধ্যমে বৃদ্ধদের বিশ্বাস অর্জন করে, পরে বিভিন্ন ছলচাতুরি করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করত।

মোহাম্মদ ইসলাম প্রতারণার দোষ স্বীকার করায় তাকে এক বছর নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে তার আগের স্থগিত দণ্ড (চুরির চেষ্টা ও বিপজ্জনক গাড়ি চালনার জন্য) কার্যকর হওয়ায় তাকে মোট তিন বছর কারাভোগ করতে হবে। অপরদিকে, মাহবুব হুসেন জুরির রায়ে প্রতারণার ষড়যন্ত্রে দোষী প্রমাণিত হন এবং তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মেট্রো পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই তরুণ পরিকল্পিতভাবে বয়স্কদের আর্থিক নিরাপত্তা ভেঙে দিয়েছে, যা ব্রিটিশ সমাজে ক্রমবর্ধমান প্রতারণার এক উদ্বেগজনক দৃষ্টান্ত।

স্থানীয় কমিউনিটি নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের অপরাধ সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের উপর সরাসরি আঘাত। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়।”

সূত্রঃ মেট্রো

এম.কে
০৫ মে ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ‘মুদ্রাস্ফীতির’ আশঙ্কাঃ ব্যাংক অব ইংল্যান্ডের মূল্যবৃদ্ধির সতর্কবার্তা

যুক্তরাজ্যে ঝলমলে শরৎ আসতে এবার আর বাঁধা নেই

যুক্তরাজ্যে পূর্ব লন্ডনে ভয়াবহ দুর্ঘটনাঃ ডাবল-ডেকার বাস ঢুকে গেল দোকানে, আহত ২