20.6 C
London
August 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পূর্ব লন্ডনের মাইল এন্ডে ভাইয়ের হাতে ভাই খুনঃ পারিবারিক দ্বন্দ্বের মর্মান্তিক পরিণতি

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের মাইল এন্ড এলাকায় বাংলাদেশি পরিবারের দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ থেকে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণ নিহত হন। হত্যার দায়ে তারই ভাইকে আটক করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

স্থানীয় সূত্র ও স্যোশাল মিডিয়ার প্রতিবেদনে জানা যায়, পূর্ব লন্ডনের মাইল এন্ড এলাকায় বসবাসকারী ওই বাংলাদেশি পরিবারে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। জানা যায়, বসতবাড়ি বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ঝগড়ার সময় ছোট ভাই তার বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় ভাইকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এই মর্মান্তিক ঘটনায় পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির প্রবীণ নেতারা বলছেন, পারিবারিক শিক্ষা ও সহনশীলতার অভাবই এ ধরনের ঘটনার জন্য দায়ী।

লন্ডন পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং দ্রুতই মামলার অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০২ মে ২০২৫

আরো পড়ুন

ইরানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ব্রিটিশ নাগরিক

তীব্র গরমে মস্তিষ্কের কার্যক্ষমতা কমছেঃ এসি এখন বিলাসিতা নয়, ব্রিটেনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি

ভাইয়ের আত্মহত্যা নিয়ে যা জানালেন সাজিদ জাভিদ

অনলাইন ডেস্ক