17.3 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পূর্ব লন্ডনের শপিং সেন্টারের কাছে তিনজন ছুরিকাহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আজ ভোরে একটি বড় মারামারির ঘটনায় চারজন আহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়। ঘটনা ঘটার পর পুলিশ ও জরুরি পরিষেবা আজ সকালে আনুমানিক ভোর ৪টার দিকে দ্য ব্রডওয়ে-তে ঘটনাস্থলে পৌঁছায়।

তথ্যমতে জানা যায়, আনুমানিক ভোর ৪টার দিকে স্ট্রাটফোর্ড ওয়েস্টফিল্ড শপিং সেন্টার-এর কাছে তিনজন ছুরিকাহত হন এবং চতুর্থ ব্যক্তি চোয়ালের আঘাত পান।

হামলার ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর ছুরিকাঘাতে আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে যদিও তাদের অবস্থা গুরুতর নয়। পুলিশ ঘটনাস্থলের বিশাল এলাকাজুড়ে ব্যারিকেড বসানোর ফলে সকালবেলার পূর্ব লন্ডনের এলাকা জুড়ে ট্রাফিক বিপর্যয় ঘটে।

পুলিশের একজন মুখপাত্র জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। উক্ত ঘটনায় দুটি গোষ্ঠী জড়িত ছিল বলে জানায় পুলিশের বিশেষ টিম।

একজন মেট পুলিশ মুখপাত্র বলেন, “শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ভোর ৪টার কিছু আগে স্ট্রাটফোর্ডের দ্য ব্রডওয়েতে একটি বড় সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। চারজন ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২২, ৩২ ও ৩৬ বছর বয়সী তিনজনের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের আঘাত জীবনহানিকর বা স্থায়ী ক্ষতির কারণ নয়।
২৬ বছর বয়সী আরেক ব্যক্তির চোয়ালের আঘাত ধরা পড়েছে, তবে তার অবস্থাও গুরুতর নয়। ঘটনার কারণে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত চলছে। পুরো এলাকায় রোড বন্ধ ও ডাইভারশন জারি করা রয়েছে।”

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র বলেন, “আজ (১৪ ফেব্রুয়ারি) ভোর ৪:০৪-এ স্ট্রাটফোর্ডের দ্য ব্রডওয়েতে ছুরিকাঘাতের ঘটনার খবর পাই। আমরা ঘটনাস্থলে বিভিন্ন দল পাঠাই, যার মধ্যে অ্যাম্বুলেন্স ক্রু, ইনসিডেন্ট রেসপন্স অফিসার, ক্লিনিক্যাল টিম ম্যানেজার এবং আমাদের ট্যাকটিকাল রেসপন্স ইউনিটের একজন প্যারামেডিক ছিলেন। এছাড়াও লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সের ট্রমা টিমও পাঠানো হয়। আমরা চারজন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাই।”

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে
১৪ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

সহকর্মীকে চুমু খাওয়ার জেরে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক

সদর দফতর বিক্রি করবে ব্রিটিশ এয়ারওয়েজ!

অনলাইন ডেস্ক

‘একটি কিনলে একটি ফ্রি’ প্রচারণা নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যে