11.6 C
London
December 21, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পূর্ব লন্ডনে দুর্বৃত্তকারীদের গুলিতে ঝাঁঝরা একটি রেস্তোরাঁ, ৪ জন গুলিবিদ্ধ

পূর্ব লন্ডনের হ্যাকনির কিংস্ট্যান্ড হাই স্ট্রিটের পাশে ডালস্টন এলাকায় একটি ব্যস্ততম রেস্তোরাঁয় গুলাগুলির ঘটনা ঘটেছে।

হ্যাকনির কিংস্ট্যান্ড হাই স্ট্রিট একটি ব্যস্ততম সড়কে, বিভিন্ন ধরনের দোকান ও রেস্তোরাঁ রয়েছে এই রাস্তা জোরে। এই ব্যস্ততম সড়কের একটি রেস্তোরাঁয় ২৯ মে রাত ৯ টার পরে আচমকা গুলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, একটি রেস্তোরাঁর বাইরে কয়েকজন দুর্বৃত্তকারী স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। তারা বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত ছিল। নিজেদের বাঁচাতে রেস্তোরাঁর গ্রাহকেরা টেবিলের নীচে অবস্থান নেন। একটি পরিবারের ৪ জন সদস্য দুর্বৃত্তকারীদের হামলায় গুলিবিদ্ধ হন তাদের মধ্যে একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তারা দ্রুত ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। দুর্বৃত্তকারী কারা ছিল কিংবা কেন এই হামলা সেই বিষয়ে কিছুই বলে নাই স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য যে, পূর্ব লন্ডনের হ্যাকনি একটি অপরাধপ্রবণ এলাকা হিসাবে ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাই এই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য কাউন্সিলের সাথে যোগাযোগ করছেন বলেও খবরে জানা যায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
৩০ মে ২০২৪

আরো পড়ুন

”ক্ষ” আসছে ঢাকায়

জলবায়ু সম্মেলনে যুক্তরাজ্য সরকারের বহর নিয়ে নতুন সমালোচনা

ব্রিটেনের যে ৮টি এলাকায় বাড়ির দাম সবচেয়ে বেশি বেড়েছে

অনলাইন ডেস্ক