24.9 C
London
July 11, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

পেশাদার ফুটবলে পদার্পণ বেকহ্যামের ছেলে রোমিও’র

বিশ্বের অন্যতম কিংবদন্তি, ইংল্যান্ডের সুপারস্টার ডেভিড বেকহ্যামের মেজো ছেলে এবার পেশাদার ফুটবলে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি সিএফের অন্যতম কর্ণধার এখন বেকহ্যাম। ইন্টার মিয়ামিরই সিস্টার ক্লাব ফোর্ট লডারডেল সিএফের হয়ে রোমিও বেকহ্যাম সই করেছেন। সেই ক্লাবের হয়েই পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করবেন বেকহ্যাম-পুত্র।

গত বুধবার ১৯তম জন্মদিন উদযাপন করেছেন বেকহ্যামের চার সন্তানের মধ্যে দ্বিতীয় রোমিও। সম্প্রতি তিনি ফোর্ট লডারডেল ও ইন্টার মিয়ামিতে অনুশীলনও করেছেন। ইন্টার মিয়ামির ম্যানেজার ফিল নেভিলের ছেলে হার্ভে নেভিল ও বেকহ্যাম-পুত্র রোমিও চাট্টানুগা রেডল উলভস এসসি-র বিরুদ্ধেই মাঠে নামতে পারেন বলে জল্পনা চলছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতেও তিনি নিজেকে ফোর্ট লডারডেলের ফুটবলার হিসেবেই পরিচয় দিয়েছেন রোমিও।

 

৪ সেপ্টেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

ধবলধোলাইয়ের শিকার ইংলিশ ক্রিকেট টিম

প্রধানমন্ত্রী নিজের দায় প্রাক্তন স্বরাষ্ট্রসচিবের উপর চাপিয়েছেন বলে মনে করেন রাজনীতিবিদেরা

নিউজ ডেস্ক

Law with N. Rahman | 28 March