8.3 C
London
January 27, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

প্রতিকূলতা ছাপিয়ে ইউরোপে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

ইউরোপ বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার। জিএসপির আওতায় ইউরোপজুড়ে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় বাংলাদেশ।

‍গত কয়েক বছর ধরে ইউরোপে পরোক্ষ-প্রত্যক্ষ যুদ্ধের কারণে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সেখানে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।

মানুষ খরচ কমাতে ব্যয় কমিয়েছে। যার প্রভাব পড়েছে তৈরি পোশাক রপ্তানিতে।

এ সময় বাংলাদেশেও বৈরী অবস্থা বিরাজ করছে। তারপরও ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর এ দশ মাসে ইউরোপে বিভিন্ন দেশ থেকে মোট সাত হাজার ৭৭৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে এক শতাংশের কিছু কম। আগের বছর ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর ১০ মাসে পোশাক রপ্তানি হয়েছিল সাত হাজার ৭৩৩ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলারের।

ইউরোপের বাজারে প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন, দ্বিতীয় বাংলাদেশ। বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রতিকূলতার পরও এক শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে এ খাত। এ সময় ইউরোপে চীনের রপ্তানি বেড়েছে ১ দশমিক ১৪ শতাংশ। বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ৪৩ শতাংশ। আর তৃতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ তুরস্কের রপ্তানি সংকুচিত হয়েছে। আগের বছরের চেয়ে ৫ দশমিক ৫৬ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে দেশটির।

তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর এ ১০ মাসে চীন ইউরোপে তৈরি পোশাক রপ্তানি করেছে ২ হাজার ১৮২ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলারের। আগের বছর রপ্তানি করেছিল দুই হাজার ১৫৮ কোটি ৪৩ লাখ ডলারের পোশাক।

ইউরোপে দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। গত দশ মাসে ইউরোপে তৈরি পোশাক রপ্তানি করেছে এক হাজার ৬৫২ কোটি ২৬ লাখ ডলারের। আগের বছরের একই সময় রপ্তানি হয়েছিল এক হাজার ৬২৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলারের পোশাক।

ইউরোপে তৃতীয় পোশাক রপ্তানিকারক দেশ তুরস্ক রপ্তানি করেছে ৮৫৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার। আগের বছরের একই সময় রপ্তানি হয়েছিল ৯১০ কোটি ২০ লাখ ৪০ হাজার ডলার। ২০২৪ জানুয়ারি থেকে অক্টোবর ১০ মাসে আগের বছরের চেয়ে রপ্তানি কমেছে।

করোনা পরবর্তী ইউরোপে তৈরি পোশাক রপ্তানি বেড়েছিল। কিন্তু এক বছর না যেতেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে পুরো ইউরোপ উচ্চ মূল্যস্ফীতির কবলে পড়ে। এতে মানুয়ের জীবন নির্বাহের খরচ বেড়ে যায়। ফলে মানুষ পোশাক কেনা কমিয়ে দেয়। কিন্তু ইউরোপে মূল্যস্ফীতি স্থিতিশীল হচ্ছে, যা ইতোমধ্যে ইতিবাচক ধারাতে ফেরা শুরু করেছে। একই সময় বাংলাদেশে উচ্চ জ্বালানি মূল্য ও রাজনৈতিক অস্থিরতার কবলে পড়ে। এর মধ্যেও প্রধান রপ্তানি বাজার ইউরোপে ইতিবাচক ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়।

বিষয়টি মন্দের ভালো মনে করছেন এ খাতের উদ্যোক্তারা। তবে দেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও ইউরোপের বাজারে জিএসপি সুবিধা পাওয়া দেশ হিসেবে বাংলাদেশের আরও ভালো করার সুযোগ ছিল বলে তারা মনে করছেন তারা।

বৈশ্বিক বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। দেশটি ইউরোপে পোশাক রপ্তানিতে ছয় নম্বরে। বাংলাদেশ যেখানে দুই নম্বরে। তবে জানুয়ারি থেকে অক্টোবরে ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ ৩ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি করেছে। যদিও বাংলাদেশ সাড়ে ১৬ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করলেও ভিয়েতনামের রপ্তানি সাড়ে তিন বিলিয়ন ডলার। এ হিসাবে বাংলাদেশের আরও খানিক সতর্ক হওয়া ও তৈরি পোশাক রপ্তানির দক্ষতাকে কাজে লাগানো প্রয়োজন হয়ে পড়েছে।

এম.কে
২৪ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

এবার সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক

হজ নিবন্ধন শেষ ৩০ নভেম্বর

জলে ভাসলো সিলেটবাসীর ঈদ আনন্দ