27 C
London
August 25, 2025
TV3 BANGLA
বাংলাদেশসারাদেশ

প্রতিবন্ধী বেশি রাজশাহীতে, কম সিলেটে

রাজশাহী বিভাগে প্রতিবন্ধীর হার বেশি। দারিদ্র্যসহ নানা কারণে এ অঞ্চলে শারীরিক প্রতিবন্ধী বেড়েছে। অন্যদিকে প্রতিবন্ধীদের সংখ্যা কম সিলেট বিভাগে। ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ’ শীর্ষক জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১ সালে এ জরিপ করেছে।

২০২১ সালে জরিপ এলাকা থেকে সংগৃহীত নমুনা তথ্যের ভিত্তিতে পাওয়া তথ্যানুযায়ী- বাংলাদেশে প্রতি হাজারে ২৪ দশমিক ১ জন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার সম্মুখীন। ধনীদের তুলনায় দরিদ্র শ্রেণির প্রতি হাজারে ৩১৮ জন মধ্যে স্থূল প্রতিবন্ধীর হার বেশি দেখা গেছে। অর্থাৎ ধনীদের চেয়ে গরিবরা বেশি হারে প্রতিবন্ধিতার ঝুঁকিতে রয়েছে।

বিভাগ হিসাবে রাজশাহী বিভাগে স্থূল প্রতিবন্ধীর হার সবচেয়ে বেশি, যা প্রতি এক হাজারে ২৮১ জন। এরপরে রয়েছে ময়মনসিংহ বিভাগ। এ বিভাগে প্রতি এক হাজারে ২৭৮ জন স্থূল প্রতিবন্ধী। সবচেয়ে কম স্থূল প্রতিবন্ধীর হার সিলেট বিভাগে। এখানে প্রতি হাজারে স্থূল প্রতিবন্ধী ২০ জন।

আরো পড়ুন

সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় যা বলছে আইএসপিআর

সিলেটে ব্যবসায়ীর কাছে বিএনপির নেতার চাঁদা দাবির অভিযোগ

নিউজ ডেস্ক

বাংলাদেশে অপপ্রচারের শিকার বিএনপি, এনসিপির আসন জয়ের কৌশলে নজর