TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রত্যাবাসনে সহযোগিতা না করলে ভিসা নিষেধাজ্ঞা: কঠোর অবস্থানে যুক্তরাজ্য

অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতা না করা দেশগুলোর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপসহ নানা কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ।
গত নভেম্বরে দেওয়া এক ঘোষণায় শাবানা মাহমুদ বলেন, যেসব দেশ তাদের নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করছে, যুক্তরাজ্য প্রয়োজনে সেই দেশগুলোর ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে। সরকারের মতে, প্রত্যাবাসনে সহযোগিতার অভাব যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাকে দুর্বল করে তুলছে।

এই নীতির অংশ হিসেবে অ্যাঙ্গোলা ও নামিবিয়া যুক্তরাজ্যের সঙ্গে নতুন প্রক্রিয়ায় সম্মত হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে অবৈধভাবে অবস্থানরত অভিবাসী এবং বিদেশি নাগরিক অপরাধীদের দ্রুত ও কার্যকরভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে বলে মনে করছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

অন্যদিকে, সহযোগিতায় ব্যর্থ হওয়ায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি)–র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির জন্য দ্রুত ভিসা প্রক্রিয়াকরণ সুবিধা এবং কূটনীতিকদের দেওয়া বিশেষ অগ্রাধিকার বাতিল করেছে যুক্তরাজ্য, যা স্পষ্টতই একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, ডিআরসি যদি ভবিষ্যতেও সহযোগিতা না করে, তাহলে আরও কঠোর ব্যবস্থা নিতে তিনি প্রস্তুত। একই সঙ্গে তিনি দেশটির প্রতি “সঠিক সিদ্ধান্ত নেওয়ার” আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্য সরকারের দাবি, এসব পদক্ষেপ কোনো একক দেশের বিরুদ্ধে নয়; বরং এটি একটি বিস্তৃত সংস্কার পরিকল্পনার অংশ। এর মূল লক্ষ্য হলো অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করা এবং যাদের যুক্তরাজ্যে থাকার কোনো আইনগত অধিকার নেই, তাদের অপসারণের হার বৃদ্ধি করা।

সরকার মনে করছে, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই প্রত্যাবাসন প্রশ্নে অনমনীয় অবস্থান নিয়ে দেশগুলোকে স্পষ্ট বার্তা দিতে চায় লন্ডন—সহযোগিতা করলে সম্পর্ক স্বাভাবিক থাকবে, না করলে কূটনৈতিক ও ভিসা সুবিধায় কাটছাঁট অনিবার্য।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ‘ফ্রি গাজা’ প্ল্যাকার্ড ধরায় গ্রেপ্তারের হুমকি—কেন্ট পুলিশের ক্ষমা ও ক্ষতিপূরণ

ইংল্যান্ডে আউটডোর স্পোর্টস ফেরত আসবে ২৯ মার্চ

যুক্তরাজ্যের মরিসনস চালু করল ওজন কমানোর ইনজেকশন ক্লাব, খরচ মাসে £১২৯