8.3 C
London
April 25, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

প্রত্যাশিত আচরণবিধিকে আবারো ‘উপহাস’ করলেন বরিস জনসন!

প্রত্যাশিত আচরণবিধিকে আরো একবার ‘উপহাস’ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, এমন অভিযোগ উঠেছে। লেবার পার্টি বলেছে, তার ডাউনিং স্ট্রিট ফ্ল্যাটের সংস্কারের বিষয়ে মন্ত্রীত্বের কোড লঙ্ঘনের অভিযোগে তাকে বিচারের আওতায় আনা হবে না।

 

ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রীর আচরণ ‘সমালোচিত’ এবং মন্ত্রী পর্যায়ের মান উপদেষ্টা লর্ড গিড্ট সহকর্মীদের কাছে পরিস্থিতিটিকে ‘গভীরভাবে অসন্তোষজনক’ হিসাবে বর্ণনা করেছেন।

তবে সংবাদপত্রটি এও বলেছে, ‘এটি বোঝা গেছে যে মি. জনসন কোড লঙ্ঘনের দায় থেকে মুক্তি পাবেন’।

 

গিডটের উক্তিতে বলা হয়, ‘যত যাই হোক, প্রধানমন্ত্রী প্রতারণা করেননি এবং মন্ত্রীত্বের নিয়ম ভঙ্গ করেননি।’

 

এদিকে লর্ড ব্রাউনলোর কাছ থেকে ১১ নম্বরের উপরের ফ্ল্যাটে সংস্কার কাজগুলি করতে সাহায্য করার জন্য অনুদানের বিষয়ে আইন অনুসরণ না করায় কমিশন তার দলকে ১৭ হাজার ৮০০ পাউন্ড জরিমানা করেছে। লর্ড গিড্ট পূর্বে বরিস জনসনকে ফ্ল্যাট সংস্কারের তহবিল (ডোমিনিক লিপিনস্কি/পিএ) সম্পর্কিত কোড লঙ্ঘনের জন্য দায়মুক্ত করেছিলেন।

লর্ড গিড্টকে বরিস জনসন বলেছিলেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিডিয়া রিপোর্টের আগ পর্যন্ত অর্থপ্রাপ্তির বিষয়টি তার অজ্ঞাত ছিল।

 

এফটি রিপোর্ট করেছে যে সরকারি উপদেষ্টারা বলেছেন, লর্ড গিড্ট এখন সমস্ত প্রাসঙ্গিক হোয়াটসঅ্যাপ বার্তা দেখেছেন এবং এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কোডের কোনো লঙ্ঘন হয়নি। তবে পত্রিকাটি বলেছে প্রধানমন্ত্রীর আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা চলবে।

 

১ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

ট্রাম্পকে স্কটল্যান্ড প্রবেশের অনুমতি দেওয়া হবে না: নিকোলা স্টারজন

অনলাইন ডেস্ক

আর্থিক সংকটে যুক্তরাজ্য, ১৯টি কাউন্সিলের দেউলিয়া হবার সম্ভাবনা

আয়ারল্যান্ড দূতাবাসের কাজ চালাচ্ছে লন্ডন দূতাবাস