11 C
London
October 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

‘প্রত্যেক মানুষ মর্যাদার দাবিদার’: যুক্তরাজ্যের শরণার্থীর আবেগঘন চিঠি

যুক্তরাজ্যের এসেক্সের বেল হোটেলে আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে চলমান প্রতিবাদ ও ডানপন্থী উসকানির মধ্যে এক ইয়েমেনি শরণার্থী নাবিল আবেগঘন চিঠিতে স্থানীয়দের প্রতি বোঝাপড়া ও ন্যায্য আচরণের আহ্বান জানিয়েছেন। আন্দোলনের কারণে হোটেলটির নিরাপত্তাবোধ ক্ষুণ্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চিঠিতে নাবিল জানান, শরণার্থীরা প্রায়শই ভুল ধারণার শিকার হন—যেন তারা শুধুই সুবিধা নিতে আসে, করদাতাদের অর্থে জীবনযাপন করে অথবা অশিক্ষিত ও অশ্রদ্ধাশীল। এই ধরনের স্টেরিওটাইপ তাদের আঘাত করে এবং সমাজে একীভূত হওয়ার পথ রুদ্ধ করে। তিনি জোর দিয়ে বলেন, কয়েকজনের নেতিবাচক আচরণের জন্য সকল শরণার্থীকে বিচার করা উচিত নয়।

নাবিল নিজের জীবনের কথা উল্লেখ করে জানান, ইয়েমেনে তার স্থিতিশীল জীবন ছিল—চাকরি, বাড়ি, গাড়ি সবই ছিল। অর্থনৈতিক কারণ নয়, বরং নির্যাতন ও পরিবারের নিরাপত্তাহীনতার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। তিনি বলেন, শরণার্থীরা সিস্টেমের সুবিধা নিতে নয়, বরং জীবন পুনর্গঠন করতে, কাজ করতে এবং অবদান রাখতে আসে।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, এটি কোনো সহানুভূতির আবেদন নয়, বরং বোঝাপড়া ও ন্যায্যতার আহ্বান। নাবিল বিশ্বাস করেন, স্টেরিওটাইপ ভাঙতে ও সত্য তুলে ধরতে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব বুঝবে যে প্রতিটি শরণার্থীর একটি গল্প আছে এবং প্রতিটি মানুষ মর্যাদার দাবিদার।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

বার্লিনে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১

লন্ডন সেন্ট্রাল মসজিদে গাওয়া হলো ব্রিটিশ জাতীয় সঙ্গীত

অনলাইন ডেস্ক

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাজা চার্লস