4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

প্রথম মাসের বেতনের পুরোটা ত্রাণ তহবিলে দিলেন উপদেষ্টা আসিফ

শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেন ১৬ জন উপদেষ্টা। এই উপদেষ্টাদের মধ্যে অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ জানিয়েছেন, প্রথম মাসের বেতনের পুরোটা তিনি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

রোববার (৬ অক্টোবর) রাতে ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে আসিফ মাহমুদ এ তথ্য জানান।

ব্যাংক অ্যাকাউন্ট থেকে ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে ১ লাখ ৫ হাজার টাকা স্থানান্তর সংক্রান্ত মোবাইল মেসেজের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি।’

বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের মানুষের অংশগ্রহণের প্রশংসা করে তিনি লেখেন, ‘ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে। দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে সকল দুর্যোগ, সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।’

এম.কে
০৭ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছেঃ আইএমএফ

দেশে ৯০ দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি জয়ের আহ্বান

শেষ সময়েও বলপ্রয়োগে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা