TV3 BANGLA
শীর্ষ খবরসিলেট

প্রবাসে না গিয়ে দেশেই উন্নতি করতে চান সিলেটের এই তরুণরা

প্রবাসী অধ্যুষিত সিলেটের তরুণদেরকে অনেকেই ‘ইউরোপমুখী’ বলে থাকেন । ভাগ্য বদলের আশায় ইউরোপের কোনো একটা শহর বিশেষ করে লন্ডনে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই।

তবে সরেজমিনে ভিন্ন চিত্রও দেখতে পাওয়া যায়। দেশেই উন্নতি করতে চান সিলেটের অনেক তরুণ। অনেকে আবার বিদেশে পড়ালেখা শেষে দেশে ফিরে চাকরির অপেক্ষায় না থেকে হচ্ছেন উদ্যোক্তা। তেমনি এক তরুণ উদ্যোক্তা তাইফুর খানের সাথে কথা বলে টিভিথ্রি বাংলা।

তাইফুর খান একজন চা ব্যবসায়ী। তিনি চা প্যাকেটজাত করে বিক্রি করেন।

তিনি বলেন, সিলেটের তরুণ প্রজন্ম কিছু করতে পারে না’- এই অপবাদ ঘোচাতে চায় সিলেটের বর্তমান তরুণ প্রজন্ম।

সিলেটের তরুণরা এখন লন্ডনমুখী না হয়ে উদ্যোক্তা হচ্ছেন বলে উল্লেখ করেন তরুণ উদ্যোক্তা পাবেল আহমদ। তিনি নিজেও একজন তরুণ উদ্যোক্তা। তিনি হোটেল গ্রান্ড ভিউয়ের চেয়ারম্যান যা সিলেটের জিন্দাবাজারে অবস্থিত।

তিনি বলেন, সিলেটের তরুণরা এখন আর বসে নেই। সবাই কিছু না কিছু করছেন। কাঁচা বাজারের পণ্য, মাছ-মাংস অনলাইনে চলে তারই প্রমাণ।

পিছিয়ে নেই নারীরাও। নিজ উদ্যোগে খামারের ব্যবসা শুরু করেন শিপা বেগম। তার খামারটি সিলেটের মেন্দিবাগে।

ব্যবসার ধারণা বিনিময়ের সুযোগ তৈরির ফলে সিলেটে এখন উদ্যোক্তার সংখ্যা বাড়ছে বলে জানান শিপা।

 

২০ নভেম্বর ২০২০
এনএইচ

আরো পড়ুন

খাঁচায় যুদ্ধ করতে প্রস্তুত মেটা ও এক্স বস

Training & Life skill | 23 March 2021

অনলাইন ডেস্ক

সরকারি ডিভাইসে উইচ্যাট নিষিদ্ধের কথা ভাবছে অষ্ট্রেলিয়া